টুইটার সম্পর্কে আমরা কে না জানি, আজকের দুনিয়ায় কমবেশি সকলেই লক্ষ্য রাখে টুইটার ট্রেন্ড কিংবা ভাইরাল হওয়া টুইটার পোস্ট। টুইটার ভার্চুয়াল মাধ্যমে একটি সামাজিক আন্তঃযোগাযোগের ব্যবস্থা এবং অত্যন্ত জনপ্রিয় মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। এই সাইটটি প্রতিষ্ঠা করেন জ্যাক ডরসি। ২০০৬ সালে জুলাই মাসে টুইটারের যাত্রা শুরু হয় জ্যাক ডরসি'র হাত ধরেই। এই টুইটারের মূল কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো শহরে অবস্থিত। বর্তমানে টুইটারে ৫০০ মিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। পরিসংখ্যান বলছে, এর মধ্যে ৮০ শতাংশেরও বেশি ব্যবহারকারী মোবাইলের মাধ্যমে টুইটার ব্যবহার করেন।টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসির ২১ মার্চ, ২০০৬-এ প্রকাশিত তার প্রথম টুইটটিকে নন-ফাঞ্জিবল টোকেন (NFT) হিসাবে বিক্রি করেছিলেন। সেই টুইটারটি নিলামে ২.৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল । ২১ মার্চ, ২০০৬ সালে প্রকাশিত টুইটটি ছিল, 'just setting up my twttr'৷ এই টুইটটি এখনও পর্যন্ত ১২০০০০ বারের বেশি শেয়ার করা হয়েছে এবং ১৬০০০০ টির বেশি লাইক পেয়েছে৷২০২২ সালের ২৭ অক্টোবর টেসলার মালিক ও বর্তমানে বিশ্বের অন্যতম বিখ্যাত ধনকুবের ইলন মাস্ক টুইটার কিনে নেন। ২০২১ সালে ইরানি ক্রিপ্টো উদ্যোক্তা সিনা ইস্তাভি নন-ফাঞ্জিবল টোকেনটি (NFT) ২.৯ মিলিয়ন ডলারের (24 কোটি) মূল্যে ক্রয় করেন।জ্যাক ডরসি ২০২২ সালের এপ্রিলে তার প্রথম টুইটটিকে নন-ফাঞ্জিবল টোকেন (NFT) হিসাবে আবার ৪৮ মিলিয়ন ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত করেন, এবং তিনি বলেন যে, এই নন-ফাঞ্জিবল টোকেনটি (বিশ্বের প্রথম টুইট) বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আয়ের ৫০ শতাংশ অর্থাৎ ২৫ মিলিয়ন ডলার দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন তিনি। বর্তমানে, ডরসির প্রথম টুইট এনএফটি -এর সর্বোত্তম মূল্য মাত্র ২০০০ ডলার এরও কম। যদিও ডরসির বলেছেন যে তিনি এই মুহূর্তে এনএফটি বিক্রি করবেন না।এসবের মাঝেই সকলের চেনা টুইটরের নাম পাল্টে হল ‘এক্স’, লোগোও পাল্টেছে গত কাল থেকেই। ইলন মাস্ক সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছিলেন টুইটরের আমূল পরিবর্তনের বিষয়টি নিয়ে।