করোনা আবহে ক্যাশলেস স্বাস্থ্যবীমা গ্রহণ না করার অভিযোগ উঠতে শুরু করল বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে। এই আবহে এবার সরাসরি পদক্ষেপ ন🎃েওয়ার পথে হাঁটতে চলেছে কেন্দ্র। এদিন এই বিꦅষয়ে টুইট করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
টুইট বার্তায় তিনি লেখেন, 'বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে হাসপাতালগুলি ক্যাশলেস বীমা গ্রহণ করতে অস্বীকার করছে। এই বিষয়ে আমি IRDAI চেয়ারম্যান শ্রী এসসি 💯খুন্তিয়ার সঙ্গে কথা বলে তাঁকে এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছি। ২০২০ সালের মার্চ মাসে কোভিড স্বাস্থ্য বীমা ক্ষেত্রে যোগ করা হয়েছিল। এর ফলে এই বীমার সঙ্গে যুক্ত হাসপাতালগুলিতে ক্যাশলেস চিকিত্সা হওয়ার কথা।'
এদিন নির্মলা সীতারমন লেখেন, '২০২১ সালের ২০ এপ্রিল পর্যন্ত ৯ লক্ষের বেশি কোভিড সংক্🥃রান্ত ক্লেম মিটিয়ে দেওয়া হয়েছে। এই বাবদ বীমা সংস্থাগুলি মোট ৮৬৪২ কোটি টাকা ব্যয় করেছে। এর অধীনে টেলি-কন্সাল্টেশনও আসে। সব বীমা সংস্থাগুলিকে IRDAI-এর নির্দেশ দিয়ে জানান উচিত যাতে কোভিড সংক্রান্ত সেটেলমেন্টগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়।'