নীতি আয়োগের সপ্তম গভর্নি🌄ং কাউন্সিল মিটিং। কেন্দ্রীয় করের ক্ষেত্রে রাজ্যের শেয়ার বৃদ্ধির জন্য় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রবিবার দাবি জানালেন। অন্য়দিকে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়ে দিলেন কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের জট কাটানোর জন্য রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমস্যা মেটাতে ন্যায়পালের ভূমিকা নিক নীতি আয়োগ।
দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে নীতি আয়োগের এই মিটিংয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় সমস্ত রাজ্যের মুখ্যꦡমন্ত্রীরা এই মিটিংয়ে অংশ নিয়েছিলেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর আবেদন, কয়লা সহ অন্যান্য আকরিকের ক্ষেত্রে রয়ালটির রেট আরও একবার পুনর্বিবেচনা করা হোক।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ন্যাশানাল পেনশন স্কিমের জন্য রাজ্য সরকার যে টাকা কেন্দ্রেরꦅ কাছে জমা দিয়েছিল ২০০৪ সালের নভেম্বর মাস থেকে সেই টাকা রিফান্ড চেয়েছেন তিনি।
অন্যদিকে ওড়িশার মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, আমরা এটা জানি যে রাজ্য ও কেন্দ্র উভয়ের সঙ্গে রাজনীতির বিষয়টি যুক্ত থাকে। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্কিম রূপায়নের ক্ষেত্রে নানা সময় জটিলতা তৈরি হয়। নীতি আয়োগ সেক্ষেত্রে সেই 🐼সমস্যা মেটাতে এগিয়ে আস♌তে পারে।
পাশাপাশি টেলিকম, রেলওয়ে ও ব্যাঙ্কিং ক্ষেত্রে ওড়িশা ঐতিহাসꦿিকভাবে কতটা অবহেলিত রয়েছে সেকথাও তিনি উল্লেখ করেন। ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি যাতে এই বিষয়ে স্𒁏পেশাল ফোকাস দেওয়া হয়।