রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক ‘খুবই বিশ্বাসযোগ্যꦛ’। যারা ফলে দুই রাষ্ট্রনেতা বিভিন্ন বিষয় নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করে থাকনে। খুব শীঘ্রই তাঁরা দেখা করবেন, বলে মঙ্গলবার জানালেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি জানিয়েছেন, প্রধ🗹ানমন্ত্রী মোদীর মস্কো সফরের তারিখগুলি পরে ঘোষণা করা হবে, তবে এর প্𝓰রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তা, বাণিজ্য এবং অন্যান✱্য সব বিষয়েই তাঁরা আলোচনা করবেন। রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাসকে﷽ পেসকভ এ খবর জানিয়েছেন।
আরও পড়ুন। মায়ানꦑমারে ভয়াবহ অস্থিরতা,ꦓ ভারতের সীমান্তের কাছে আসছে লড়াইয়ের আঁচ
দুই রাষ্ট্র নেতার মধ্যে কোন বিষয়ে আলোচনা হবে তা নিয়ে এক প্রশ্নের জবা𒉰বে তিনি বলেন, ‘আমরা (রাশিয়া ও ভারত) যৌথভাবে একীকরণ প্রক্রিয়ায় অংশ নিই, তাই আঞ্চলিক বিষয়াদি, আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্বের সুরক্ষা সর্বদা এজেন্ডার শীর্ষে থাকে। উপরন্তু, অবশ্যই,🌳 আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক আদানপ্রদান সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দু হয়।’
প্রধানমন্ত্রী মোদীর সফরকে 'অ💎ত্💖যন্ত গুরুত্বপূর্ণ' আখ্যা দিয়ে ওই আধিকারিক বলেন, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গড়ে তুলতে মস্কো ও নয়াদিল্লির পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।
পেসকভ আরও বলেন, ‘রাষ্ট্রপতি পুতিন এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে সম্পর্কের খুব বিশ্বাসযোগ্যতার জায়গা রয়েছে, আমরা আশা করতে পারি যে আলোচ্যসূচিতে থাকা সমস্ত 𓆏বিষয়ে মতবিনিময় হবে।’
মোদীর রাশিয়া সফরের তারিখ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে সমন্বয়ের করে আমরা আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা করব। আমি আপনাদের আবারও নিশ্চিত 💟করতে পারি যে এই সফরটি প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
নয়াদিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, ৮ জুলাইয়ের দিকে ভারতের প্রধানমন্ত্রীর একদিনের সফরের পরিকল্পনা করা হচ্ছে, ত🌼বে তারিখ এখনও চূড়ান্ত হয়নি এবং বিভিন্ন বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।
গত পাঁচ বছরের মধ্যে এটাই হবে মোদির প্রথম রাশিয়া সফর। সর্বশেষ ২০১৯ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন তিনি, 📖যখন তিনি দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তকে একটি অর্থনৈতিক সম্মেল💜নে যোগ দিয়েছিলেন।
মোদী যদি🐬 রাশিয়া সফরে যান, তাহলে তিনি এবং প্রেসিডেন্ট পুতিন🐷 পরের বছর পর ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে বসতে পারেন।
ভা𒐪রতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বার্ষিক শীর্ষ বৈঠক হ'ল দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক আলাপ-আলোচনার প্রক্রিয়া।
এ পর্যন্ত ভারত ও রাশিয়ায়♔ ২১টি বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ শীর্ষ সম্মেলন ২০২১ সালের ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। রাশি♎য়ার প্রধান হিসেবে পুতিন এ পর্যন্ত ৯ বার ভারত সফর করেছেন।