কেদারঘাটির কয়েকটি গ্রামে, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা এবং জরিমানা আরোপ সম্পর্কিত সাইন বোর্ড লাগানোর বিষয়টির কোনও পরিবর্তন হচ্ছে না। তবে গ্রামবাসীরা সাইন বোর্ডের ভাষা পরিবর্তন করেছে। তবে পুলিশ-প্রশাসনের ꦰকড়াকড়ির পর রবিবার সাইন বোর্ড থেকে অহিন্দু শব্দটি মুছে ফেলা হয়েছে।
এখন বহিরাগতদের এবং হকারদের গ্রামে প্রবেশ এবং ব্যবসা করার উপর নিষেধাজ্ঞা জারি করার বোর্ড রয়েছে। এর আগে বোর্ডে অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সাইনবোর্ডেও তেমনটাই লেখা ছিল। তবে এবার আর অ𓃲হিন্দু শব্দটি লেখা যাবে না। অন্যদিকে সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। স্বরাষ্ট্র দফতর এই ঘটনার তদন্ত করছে।
ডিজিপি অভিনব কুমার জানিয়েছেন, রুদ্রপ্রয়াগের এসপিকে তদন্ত করে ব্য🦩বস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী কাজ মেনে নেওয়া হবে না।
সাম্প্রতিক সময়ে অহিন্দু ও বহিরাগতদের প্রবেশ ঠেকাতে গ্রাম পঞ্চায়েত রবিগ্রাম, গৌরীকুণ্ড, নিয়ালসু, খড়িয়া, মাইখন্ডা সহ বহু গ্রামে সাইনবোর🔴্ড লাগিয়েছিলেন স্থানীয় মানুষ। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।
গ্রামাঞ্চলে যাচাই করা ছাড়াই হকার বা সন্দেহজনক লোকজনের চলাচল ঠেকাতে গ্রামবাসীরা এলাকায় সমঝোতা করে পারস্পরিক সম্মতিতে সাইনবোর্ড লাগিয়েছিলেন। এনিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।ꦚ