রাশিয়া ভারতকে সস্তায় তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। এই আবহে ভারত সেই তেল কিনতে পারে বলেও জানা গিয়েছে সূত্র মারফত। অবশ্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এই আবহে ভারত-রাশিয়ার সম্ভাব্য চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন, ‘আমি মনে করি না এটা নিষেধাজ্ঞা লঙ্ঘন হবে।’ তবে এই কথা বলেও জ𒅌েন বলেন, ‘এই মুহূর্তে ইতিহাসের বই লেখা হলে আপনি কোথায় দাঁড়াতে চান তা নিয়ে ভাবুন। রাশিয়ান নেতৃত্বের সমর্থন একটি আক্রমণের জন্য সমর্থন যা স্পষ্টতই একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলছে।’
উল্লেখ্য, ভারত রাশিয়ার থেকে তেল কিনলে তা নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে না ঠিকই তবে কোয়াডের মধ্যে ভারত চাপে পড়তে পারে। এই আবহে ভারতীয বংশোদ্ভূত মার্কিন কংগ্র✅েসেꦗর সদস্য ডঃ অমি বেরা বলেন, ‘যদি প্রতিবেদনগুলি সঠিক হয় এবং ভারত কম মূল্যে রাশিয়ান তেল কেনার এই সিদ্ধান্ত নেয়... তবে নয়াদিল্লি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহুর্তে ভ্লাদিমির পুতিনের পাশে থাকার সিদ্ধান্ত নেবে। এখন সারা বিশ্বের দেশগুলি ইউক্রেনের জনগণের সমর্থন করছে এবং এই যুদ্ধের বিরুদ্ধে একত্রিত হয়েছে।’
উল্লেখ্য, পশ্চিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমী দুনিয়ার সঙ্গেไ মস্কোর যে রেষারেষির মাঝে তেলের খদ্দের পাচ্ছে না রাশিয়া। এই পরিস্থিতিতে ভারতকে রাশিয়া তেল বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছে। যদিও আধিকারিক স্তরে এই বিষয়টি কেউ নিশ্চিত করেননি এখনও। এমনিতে ৮০ শতাংশ অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে ভারত। তবে এর মধ্যে মাত্র দুই থেকে তিন শতাংশ তেলের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল থাকে নয়াদিল্লি। তবে রাশিয়ার প্রস্তাবের পর রাশিয়ার থেকে আমদানির পরিমাণ বাড়ানোর বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। যা ভারতের কোষাগারের উপর থেকে চাপ কমিয়ে দিতে পারে।