Odisha HS Result 2021: আজ প্রকাশিত হবে ওড়িশার ২ বিভাগের উচ্চ মাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন?
1 মিনিটে পড়ুন Updated: 31 Jul 2021, 01:39 PM IST- এবং -সহ একাধ🍌িক ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পড়ুয়ারা।
বোর্ডের আধিকꦡারিকরা জানিয়েছেন, যে পড়ুয়ারা বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত নম্বরে 𝄹সন্তুষ্ট হবেন না, তাঁরা পরে ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যা ওড়িশায় করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে।
তবে কলা বিভাগ এবং ভোকেশনাল স্টাডিজের ফলাফল শনিবার প্রকাশিত হবে না। ওই দুই বিভাগের ফলাফল প্রকাশের জন্য আরও কিছুটা সময চেয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে ওড়িশা সরকার যে🐼 দুই বিভাগের ফলাফল অগস্টে প্রকাশিত হতে পা🃏রে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
সাইটে যেতে হবে।২) 'Class 12 results' লিঙ্কে ক্লিক করতে হবে।
৩𓄧) নিজের র🧸েজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) স্♎ক্রিনে উচ্চ মাধ্যম🃏িক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।