দীর্ঘদিন পর ফের মুখ্যমন্ত্রী পেল জম্মু ও কাশ্মীর। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর জম্মু ও কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিলেন ওমর আবদুল্লা। শ্রীনগরে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ওমরের শপথগ্রহণ অনুষ্ঠান। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তাঁকে শপথবাক্য পাঠ করান। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন ওমর আবদুল্লা। আবদুল্লা পরিবারের ওমর তৃতীয় প্রজন্মের মুখ্যমন্ত্রী। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আবদুল্লা। (আরও পড়ুন: 'দেশ বিরোধী বলেই...' কানাডা ইস্যুতে বিস্ফোরক সাগরিকাকে ন🙈িয়ে মমতাকে💛 তোপ শুভেন্দুর)
আরও পড়ুন: এয়ার ইন্🧸ডিয়ার উড়ানে বোমাতঙ্ক, বিমানটি🦂কে এসকর্ট করল সিঙ্গাপুরের দুই ফাইটার জেট
এদিকে আজ ওমরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সহ ইন্ডিয়া ব্লকের দলগুলির নেতারা। সেখানে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, সিপিএম নেতা প্রকাশ করাট, সিপিআই-এর ডি রাজা, ডিএমকে নেত্রী কানিমোঝি, এনসিপির সুপ্রিয়া সুলে। এমনকী পিডিপি প্রধান মেহবুবা মুফতিও হাজির ছিলেন সেখানে। (আরও পড়ুন: ২৭,৮৭০.১৬ কোটি টাকা তুলতে IPO ছেড়েছে হুꦍন্ডাই,গ্রে মার্কেটে কত দর উঠেছে শেয়ারের?)
আরও পড়ুন: মেয়ের ঘটনায় পুলিশই তথ্য প্রমাণ লোপাটে ღসাহায্য করেছে:﷽ আরজি করের নির্যাতিতার মা
এদিকে আজ ওমরের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন শকিনা ইটু, জাভেদ রানা, সুরিন্দর চৌধুরী, জাভেদ দর, সতীশ শর্মা। তবে কংগ্রেস ওমর আবদুল্লার মন্ত্রিসভায় যোগ দেয়নি। হাত শিবিরের বক্তব্য, জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে না দেওয়ায় তারা অসন্তুষ্ট। তাই তারা সরকারকে সমর্থন করলেও মন্ত্রিসভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। (আরও পড়ুন: অনশনের মাঝে ꧒জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পদক্ষেপ সরকারের, কী বললেন দেবাশিসর෴া?)
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী সরাসরি জড়িত আর্থিক তছরুপের সঙ্গে, আমাদ𝐆ের হাতে প্রমাণ আছে: ইডি
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট। প্রসঙ্গত, ২০১৪ সালের নির্বাচনের পরে জম্মু ও কাশ্মীরে পিডিপির সঙ্গে মিলে সরকার গঠন করেছিল বিজেপি। তবে সেই সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বিজেপি সমর্থন প্রত্যাহার করেছিল মেহবুবা মুফতির থেকে। এর জেরে সরকার পড়ে যায়। তখন থেকেই সেখানে জারি হয় রাষ্ট্রপতি শাসন। তবে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়। বিশেষ মর্যাদা হারায় জম্মু ও কাশ্মীর। এমনকী রাজ্যের মর্যাদাও হারায় জম্মু ও কাশ্মীর। বর্তমানে জম্মু ও কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল। (আরও পড়ুন: আমরা চেয়েছিলাম কানাডার দাবিকে গুরুত্ব দিক ভারত, তবে তারা তো অন্য পꦡথে হাঁটছে: USA)