অপারেশন সিঁদুর কী? কেন এই নাম? কী জানিয়েছে সেনা Updated: 07 May 2025, 10:10 AM IST Sanket Dhar কেন অপারেশন সিঁদুর? ৭ মে গভীর রাতে পাক জঙ্গিঘাঁটি ধ্বংস করার পর থেকেই এই নিয়ে ধন্দ অনেকের মনে। এই অপারেশনের নামকরণের কারণ জানতে হলে পিছিয়ে যেতে হবে ২২ এপ্রিলের নারকীয় ঘটনার সেই রাতে।