রেজাউল এইচ লস্করপাকিস্তানের নতুন সেনাপ্রধান হলেন লেফটেনান্ট জেনারেল আসিম মুনির। তিনি ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স(আইএসআই) এজেন্সির প্রাক্তন প্রধান। পাক গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকেই এবার পাক সেনা প্রধানের চেয়ারে বসালেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গত কয়েকদিন ধরেই যে জল্পনা ছড়িয়েছিল তারও অবসান হল এদিন।জেনারেল কামার বাজোয়ারের জায়গায় এবার পাকিস্তান আর্মি চিফের চেয়ারে বসছেন আসিম মুনির। ওয়াকিবহার মহলের মতে, অন্তত ৬ জন আর্মি জেনারেল এই দৌড়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত এই চেয়ারটি গেল আইএসআইয়ের প্রাক্তন প্রধানের কাছেই।পাকিস্তানের তথ্য়মন্ত্রী মারিয়ম ঔরঙ্গজেব টুইটারে এই নয়া সেনা প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। উর্দুতে তিনি লিখেছেন,পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সিদ্ধান্ত নিয়েছেন, লেফটেনান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান করা হচ্ছে ও লেফটেনান্ট জেনারেল সৈয়দ আসিম মুনিরকে চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত করা হচ্ছে। সাংবিধানিক অধিকার মেনেই এই পদে নিয়োগ করা হচ্ছে।প্রেসিডেন্ট আরিফ আলভিকে এনিয়ে প্রস্তাবও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই প্রস্তাব নেহাতই নামমাত্র বলে ওয়াকিবহাল মহলের মত। আসলে প্রেসিডেন্টকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিযুক্ত করেছিলেন। তবে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের তরফে বলা হয়েছে, সংবিধান ও আইন অনুসারেই পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।