তোষাখানা মামলায় দুর্নীতির দায়ে ৩ বছরের কারাদণ্ড হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের। বর্তমানে তিনি অটক জেলে বন্দি রয়েছেন। কিন্তু, জেলের মধ্যে দিনে মাছি এবং রাতে মশার অত্যাচারে কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছেন ইমরান। ফলে ওই জেলে আর থাকতে পারছেন না প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।।সেই জেল💯 থেকে বের করার জন্য আইনজীবীদের কাছে কাতর জানিয়েছেন ৭০ বছর বয়সি এই রাজনীতিবিদ। এরপরেই ইমরানকে অন্য জেলে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি ।
আরও পড়ুন: মাছি-পিঁপড়ের উপদ্রব, খাবারে শাক🤡-ডাল, তব💟ু বাকি জীবন জেলে কাটাতে তৈরি ইমরান
পঞ্জাব প্রদেশের অটক জেলে থেকে রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তাযুক্ত আদিয়ালা জেলে দলের প্রধানকে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছে পিটিআই। হাইকোর্টে আবেদন জানিয়ে বলা হয়েছে, ইমরানকে এমন একটি কারাগারে স্থানান্তর করা হোক যেখানে এ-শ্রেণির সুবিধা পাওয়া𒁏 যাবে। তাঁর পরিবার, আইনজীবী এবং চিকিৎসক ড. ফয়সাল সুলতানকে যেন তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। অটক জেল সূত্রে জানা গিয়েছে, জেলে আইনজীবীর সঙ্গে দেখা করার সময় ইমরান বলেছিলেন, ‘আমি জেলে থাকতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে যান।’ ইমরানের আইনজীবী প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেন, ইমরানকে যে পরিস্থিতিতে রাখা হয়েছে তা খুবই দুঃখজনক। জেলে তাঁকে সি ক্যাটাগরির সুবিধা দেওয়া হচ্ছে। অথচ তাঁর এ ক্যাটাগরির সুবিধা পাওয়া উচিত।