পাকিস্তানের আর্♏থিক অবস্থা কতটা সঙ্গীন, তা বিশ্বের কাছে স্পষ্ট। এমনকি পাকিস্তানের নেতা মন্ত্রীরাও এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। সেদেশে জ্বালানি তেলের দাম ইতিমধ্যেই হু হু করে বেড়ে গিয়েছে। তারই মাঝে মস্কোর সঙ্গে নতুন এক চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান রাশিয়ার তেলে পেল দামে বিশেষ ‘ছাড়’।
রাশিয়ার অপরিশোধিত তেল নিয়ে প্রথম কার্গোটি মে মাসে করাচিতে নোঙর গড়বে। জানা গিয়েছে, এই চুক্তি অনুযায়ী পাকিস্তান কেবল অপরিশোধিত তেল কিনবে। কোনও পরিশোধিত রাশিয়ার তেল কিনবে না। চুক্তি অনুযায়ী, মেন করা হচ্ছে, সম্ভবত আমদানিকৃত তেলের পরিমাণ প্রতিদিন ১ লাখ ব্যারেল পর্যন্ত যেতে পারে। একথা জানিয়েছেন, পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিক। তিনি বলছেন, ‘আমাদের অর্ডার প্লেস করা হয়েছে ইতিমধ্𝄹যেই’। তিনি এও জানিয়েছেন যে, 'হ্যাঁ এটা সত্যি যে আমরা শুধু অপরিশোধিত তেলই পাব, পরিশোধিত তেল নয়।' জানা গিয়েছে, পাকিস্তানের তৈল পরিশোধ ক্ষেত্রগুলি আপাতত রাশিয়ার তেল পরিশোধন করবে। প্রথমে ‘পাকিস্তানস রিফাইনারি লিমিটেড’ এই তৈল পরিশোধন করবে। পরে পাকিস্তানের বাকি তৈল পরিশোধনাগারগুলি তা করতে শুরু করবে।
( ‘মোদী কোনও ভগবান নন’, নাড্ডার কোন মন্তব্যের পাল্টা তোপে জবাব সিদ্দဣারামাইয়ার?)
( নারোদা গাম হত্যাকাণ্ডে বিজেপির মায়া কোদনানি সমেত ৬৯ জন বে🎃কসুর খালাস)