কয়েকদিন আগেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টা রা হয়েছিল এক নির্বাচনী জনসভা চলাকালীন। রিপাবলিকান নেতার ওপরে চালানো হয়েছিল গুলি। সেই গুলি তাঁর কান ঘেঁষে বেরিয়ে গেলে অল্পের জন্যে বেঁচে যান তিনি। এই আবহে মার্কিন রাজনীতিবিদদের নিরাপত্তা সুনি্চিত করতে তদন্তে নেমেছিল এফবিআই। আর সম্প্রতি এক পাক নাগরিককে গ্রেফতার করে সেদেশের গোয়েন্দা সংস্থা জানায়, মার্কিন রাজনীতিবিদকে হত্যার ছকের সঙ্গে যুক্ত সেই পাকিস্তানি। এদিকে সেই পাকিস্তানি নাগরিকের ইরানের সঙ্গে যোগ রয়েছে বলেও দাবি করা হয় এফবিআই-এর তরফ থেকে। তবে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ কোথাও করা হয়নি এফবিআই রিপোর্টে। তবে বহু বিদেশি সংবাদসংস্থার রিপোর্টকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই দাবি করেছে, এই পাকিস্তানি ব্যক্তি ট্রাম্পকে খুনের ছক কষার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহেই এফবিআই তাকে গ্রেফতার করে। (আরও পড়ুন: বাংলাদেশে রাস্তায় পড়ে গলকাটা মৃতদেহ, উলঙ্গ করে যৌনাঙ্গ 'পরীক্ষা', দেখা হল হিন্দুꦬ না মুসলিম)