একের পর এক মামলায় নাম জড়িয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের। পাকিস্তানের এক উচ্চ আদালত শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে আটটি সন্ত্রাসবাদের মামলায় এবং একটি দেওয়ানী মামলায় প্রতিরক্ষামূলক জামিন মঞ্জুর করেছে। শুক্রবার ইমরান খান নিজে আদালতে হাজির হয়েছিলেন। এর আগে বিগত বেশ কয়েকদিন ধরেই ইমরানের গ্রেফতারির সম্ভাবনায় উত্তাল হয়েছে পাকিস্তান। ইমরানের দল পিটিআই-এর সমর্থকরা ক্যাপ্টেনের বাড়ির সামনে 'পাহারা' দিচ্ছিলেন। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ বেঁধেছে পিটিআই কর্মী-সমর্থকদের। ইমরান নিজে টুইট বার্তায় নিজের প্রাণসংশয়ের দাবি করেন। এই আবহে লাহোর হাই কোর্টে ন'টি মামলায় প্রতিরক্ষামূলক জামিনের আবেদন করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। (আরও পড়ুন: ডিএ আন্দোলনের পারদ চড়ল মেঘলা দি꧑নে🍃, আজ থেকে শুরু সরকারি কর্মীদের 'অসহযোগিতা')