মাঝ আকাশে থাকা বিমানের নগ্ন হয়ে দৌড়লেন এক যাত্রী। সেই যাত্রীর এহেন কাণ্ডে বিমানটিকে ফিরিয়ে আনতে হয়। এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। সেই দেশের একটি ঘরোয়া উড়ানে এক যাত্রী উলঙ্গ হয়ে বিমানের করিডরে দৌড়তে শুরু করেন। সেই সময় এক এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে ধাক্কা মারারও অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এই আবহে বিমানটি ফিরে এলে সেই অভিযুক্ত যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। (আরও পড়ুন: TDS নিয়ে নয়া নয়া আপডেট আয়কর দফতরের, 'ডবল শাস্তিতে' মাথায় হ𝔍াত পড়বে করদাতাদের!)
আরও পড়ুন: ১ জুন থেকে গাড়ির ল൩াইসেন্স পাওয়ার নিয়ম বদলাচ্ছে, বেসরকারিকরণেও থাকছে কড়াকড়ি
আরও পড়ুন: T20 WC খেলতে আমেরিকায় রোহিত,𒁃 ইনস্টায় 'বিতর্কে' জড়ালেন স্ত্রী! পরে মুছলেন পোস্ট
রিপোর্ট অনুযায়ী, সোমবার রাতে ভার্জিন এয়ারলাইন্সের একটি বিমান অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থ থেকে পূর্ব উপকূলের মেলবোর্নের উদ্দেশে উড়ে যায়। সেই উড়ানেই মাঝ আকাশে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে বিমানটি ঘুরিয়ে পার্থ বিমানবন্দরে ফিরে আনতে বাধ্য হন পাইলট। বিমান সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট ভিএ৬৯৬ পার্থ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরই পার্থে ফিরে আসে। (আরও পড়ুন: ষষ্ঠীতে 'জয়ী' 🥂নারীশক্তি, 🅺বাংলার কোন কোন আসনে মহিলা ভোটেরাররা ঘোরালেন ভোট অঙ্ক?)
আরও পড়ুন: ৬ দফায় TMC'র ঝুলিতে ২৩ আসনꦺ না, এসেছে… অভিষেকের হিসেবে 'গরমিল' 🦋খুঁজে পেলেন দিলীপ
এদিকে পার্থ বিমানবন্দর কর্তৃপক্ষ এই নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কর্মকর্তারা বিমানটির জন্য অপেক্ষা করছিলেন পার্থ বিমানবন্দরে। বিমানটি পার্থে ফিরে এলে অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। তখন বিমানবন্দরেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে নগ্ন হয়ে এক ক্রু সদস্যকে মেঝেতে ফেলে দেওয়ার অভিযোগে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, 'ধৃতের মানসিক ও শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। (আরও পড়ুন: ꩲলোকসভা ভোটের🐈 শেষ দফায় বাংলায় কত আসন পাবে BJP? মোদীর সফরকাল অঙ্ক কষলেন সুকান্ত)
আরও পড়ুন: বুথভিত🃏্তিক ভোটের হিসেব কষলেন TMC প্রার্থী, EC-কে সওয়াল- 'আপনাদের কত সময় লাগবে?'
আগামী ১৪ জুন পার্থের আদালতে হাজিরা দেওয়ার জন্য ওই ব্যক্তিকে তলব করতে পারে পুলিশ। তার বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হবে, তা অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। তবে কীভাবে, কোথায় এবং কেন ওই যাত্রী বিমানে তার পোশ❀াক খুলে ফেলেন তা স্পষ্ট নয়। এদিকে এই ঘটনার জেরে ভার্জিন এয়ারলাইন সেই উড়ানে থাকা অন্যান্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। যাত্রী এবং ক্রুদের সুরক্ষা সংস্থার সর্বোচ্চ অগ্রাধিকারের বলে জানিয়েছে ভার্জিন। এদিকে এই ঘটনায় কেউ আহত হয়নি বলে দাবি করা হয়েছে। এদিকে এই ঘটনার জেরে উড়ানটি ২৮ মিনিট বিলম্বিত꧂ হয় বলে জানা গিয়েছে।