এবার কয়লা ও গরু পাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা আপ্ত সহায়ক সুমিত রায়কে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে তাকে নানা বিষয়ে জানতে চাওয়া হয়। সূত্রের খবর মূলত কয়লাকান্ড ও গরু পাচার কাণ্ডের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে সিবিআই। পাশাপাশি এই বিপুল টাকার অবৈধ লেনদেনের সঙ্গে কারা জড়িত তারও হদিশ পাওয়ার চেষ্টা করছে সিবিআই। এদিকে খোদ অভিষেকের পিএকে সিবিআইয়ের জেরা নিয়ে জোর শোরগোল পড়েছে শাসকদলের অন্দরে। প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাদের যোগাযোগ রয়েছে সেব্যাপারে পিএর কাছে খবর থাকতে পারে। সেব্যাপারেই কি জানতে চাইছে সিবিআই? তবে এর আগেও তাঁর আপ্ত সহায়কের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল।এদিকে সামনেই চার রাজ্যের ভোট। গোয়াতে সরকার ফেলতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। সেই নিরিখে প্রশ্ন উঠছে , তৃণমূলকে চাপে রাখতেই কি ফের ভোটের মুখে কয়লাকাণ্ড নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্রীয় এজেন্সি? এদিকে গত সেপ্টেম্বর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির অফিসে জেরা করেছিল সিবিআই।প্রায় ৯ ঘণ্টা সিবিআই আধিকারিকরা তাঁর সঙ্গে সেবার কথা বলেছিলেন। তবে তারপরেও বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক। এবার অভিষেকের পিএকে জেরা করল সিবিআই।