পিএম কিষান (PM Kisan) যোজনায় চলতি অর্থবর্ষের প্রথম (এপ্রিল-জুলাই) কিস্তি হিসাবে প্রায় ১০.৩৪ কোটি কৃষক ২,০০০ টাকা করে পেয়েছেন। তবে অনেকে এমনও আছেন যাঁরা পাননি। পশ্চিমবঙ্গেই আবেদন করেও এখনও টাকা পাননি বলে অভিযোগ করেছেন কোনও কোনও কৃষক। আবার কারও কারও তথ্যের ভেরিফিকেশন হয়নি।বিধানসভা নির্বাচনের আগে তথ্য যাচাই করা শুরু হয়েছিল। অনলাইনে আবেদনকারী কৃষকদের তথ্য যাচাই করে জমা দিয়েছিল রাজ্যের কৃষি দফতর। বাকি আছে যাঁদের, তাঁদের প্রক্রিয়া এবার শুরু হয়েছে। কৃষকবন্ধু প্রকল্পে অন্তর্ভুক্তদের মোবাইলে SMS করে প্রয়োজনীয় নথি-সহ ব্লক কৃষি দফতরে ডাকা হচ্ছে।মোট কতবার টাকা দেওয়া হবে?এই স্কিমের অধীনে বছরে তিনবার মোদী সরকার কৃষকদের অ্যাকাউন্টে ২ হাজার টাকা স্থানান্তর করে।কারা এই সুবিধা পাবেন না?কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মকর্তা এবং কৃষকরা যাঁরা ১০ হাজার টাকারও বেশি পেনশন পান, তাঁরা এই সুবিধা পাবেন না। যে কৃষকরা গত আর্থিক বছরে আয়কর দিয়েছিলেন তাঁরাও এর সুবিধা থেকে বঞ্চিত হবেন।আবেদন করেও এখনও পিএম কিষাণের টাকা না পেলে যে নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন:পিএম কিষান টোল-ফ্রি নম্বর: 18001155266পিএম কিষান হেল্পলাইন নম্বর: 155261পিএম কিষান হেল্পলাইন নম্বর: 011—23381092, 23382401পিএম কিষান হেল্পলাইন নম্বর: 011-24300606পিএম কিষান হেল্পলাইন নম্বর: 0120-6025109ইমেল আইডি : pmkisan-ict@gov.in