রাম জন্মভূমিতে সাষ্টাঙ্গে (দান্ডাবত) প্রণাম সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরতিও করেন তিনি।বুধবার নির্ধারিত সময়ে অযোধ্যায় পৌঁছান মোদী। সেখান থেকে প্রথমে হনুমানগঢ়ি মন্দিরে যান। ঐতিহ্য মেনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দ্বিতীয় গেট দিয়ে হনুমান গঢ়ি মন্দিরে প্রবেশ করেন মোদী। সকাল ১১ টা ৪৫ মিনিট নাগাদ ভগবান হনুমানের মন্দিরে আরতি করেন। তারপর মন্দিরের পরিক্রমা করেন। শেষে মন্দিরের প্রধান মহন্ত রমেশ দাস মোদীকে একটি পাগড়ি, মুকুট উপহার দেন। হনুমান গঢ়ি মন্দিরে ১০ মিনিট কাটানোর পর রাম জন্মভূমির উদ্দেশে রওনা দেন মোদী। রাম জন্মভূমিতে সাষ্টাঙ্গে (দান্ডাবত) প্রণাম সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরতি করেন তিনি। পুষ্প নিবেদন করেন।