পবন দীক্ষিত
উত্তরপ্রদেশের অযোধ্যায় রামজন্মভূমিতে রাম লালার কাছে অন্তরের ভক্তিনিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দিরের নির্মাণ নিয়েও তিনি পর্যালোচনা করেন। ২০২০ সালের ꩲ৫ অগস্ট মোদী রামমন্দিরের ভূমিপুজোতে অংশ নিয়েছিলেন। তারপর দুবছর পরে তিনি অযোধ্যায় পা দিলেন।
বৈদিক রীতি মেনেই মোদী এদিন রামচন্দ্রের আরতি করেন। রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এদিন মন্ত্রোচ্চারণ করেন যখন মোদী🐈 আরতি করছিলেন। মন্দির চত্বরে একটি ডোনেশন বাক্সতে তিনি প্রণামীও দেন।
আরতির পরে প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরির নানা দিক নিয়ে পর্যালোচনা করেন। এখনও পর্যন্ত কতটা কাজ হয়েছে সেব্যাপারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে জানান। ট্রাস্ট সূত্রে খবর, নির্মাণকাজে কী ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে সেব্য়াপারে খোঁজ নেন মোদী। ভক্তদের জন্য় কী ধরনের ব্যবস্থা রয়েছে সেব্যাপারে খোঁজখব♑র নেন তিনি।
লারসেন অ্যান্ড টুবরো এই মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছেন। তাঁরা মন্দির তৈরির নানা দিক সম্পর্কে মোদীকে বুঝিয়ে বলেন। মন্দিরের নির্মীয়মান অংশে ঘুরে দেখেন তিনি। ট্রাস্টের সদস্যরা প্রধানমন্ত্রী🌜কে রামমন্দিরের একটি মডেল তুলে দেন।গোটা রামমন্দির চত্বর ফুলের মালায় সাজানো হয়েছে। দেওয়ালির প্রাক্কালে অন্তত ১💟৮ লাখ মাটির প্রদীপ দিয়ে সাজানো হচ্ছে মন্দির নগরীকে। এটি এবার বিশ্ব রেকর্ড করতে পারে বলে মনে করা হচ্ছে।