আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে জো বাইডেন ও কমলা হ্যারিসের উদ্দেশে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তার ডালি সাজালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ব🌞িশ্বের তাবড় নেতা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন-সহ ডোনাল্ড ট্রাম্পের এড়িয়ে যাওꦺয়া একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এবার আমেরিকা উদ্যোগী হবে, এমন আশাও পোষণ করলেন অনেকে।
একাধিক টুইটে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোౠদী। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে বাইডেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন নমো। তিনি লেখেন, ‘অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে আপনার অবদান খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান ছিল। সেই সম্পর্ক আরও দৃঢ় করার আশায় একসঙ্গে কাজ করার অপেক্ষায় রইলাম।’
কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘হার্দিক অভিনন্দন কমলা হ্যা𝐆রিস! আপনার এই সাফল্য দৃষ্টান্তমূলক এবং আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনার নেতৃত্ব ও সমর্থনে ভারত-আমেরিকা সম্পর্ক সুদৃঢ় হবে, সে বিষয়ে আমি নিশ্চিত।’
মার্কিন 🍨প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পরে প্রথম যে সমস্ত বিশ্বনেতারা অভিনন্দন বার্তা পাঠান♚, তাঁদের অন্যতম কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে ট্রুডো টুইট করেন, ‘আমাদের দুই দেশ ঘনিষ্ঠ বন্ধু, পার্টনার ও সুহৃদ। আন্তর্জাতিক মঞ্চে আমরা এক অভিনব সম্পর্কের শরিক। আপনাদের দুই জনের সঙ্গে গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে অপেক্ষায় রয়েছি।’
ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট পদে জো বাইডেন নির্বাচিত হওয়ার জন্য এবং ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিস নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাই। আমেরিকা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু। জলবায়ু পরিবর্তন, বাꦦণিজ্য ও নিরাপত্তার মতো যৌথ সমস্যার সমাধানে আপনাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছি।’
বাইডে🔜ন ও হ্যারিসকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল ও বিদেশমন্ত্রী হেইকো মাস। মের্কেল তাঁর বার্তায়উল্লেখ করেছেন, ‘আমাদের অতলান্তিক তীরবর্তী বন্ধুত্বের বিকল্প নেই।’
বাইডেন ও হ্যারিসকে তাঁদের ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরঁ। তিনি টুইট করেন, ‘বর্তমান সমস্যা⛎র সমাধান পেতে আমাদের অনেক কিছু করতে হবে। চলুন একত্রে কাজ করি।’
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কন্তে টꦿুইটারে বাইডেন ও হ্যারিসকে অভিনন্দন জানান এবং সেই প্রসঙ্গে ইতালি-আဣমেরিকা সম্পর্ক মজবুত করার আহ্বান জানান।
লক্ষ্যণীয়, সরক𒉰ারি ঘোষণা হওয়ার আগে থেকেই যে ভাবে বিশ্বের তাবড় দেশের নেতারা বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন, তাতে ট্রাম্প জমানার প্রতি তাঁদের বিরাগ সুস্পষ্ট হয়ে উঠেছে এবং তনুন মার্কিন নেতৃত্ব সম্পর্কে আশার আলোও দেখা দিয়েছে।