বর্তমানে এআই অ্যাকশন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তাঁর আমেরিকা সফরে যাওয়ার কথা। তার আগেই ফ্রান্সের মাটিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদী। প্যারিসে বিশ্বনেতাদের নৈশভোজের ফাঁকে এই সাক্ষাৎ করেন মোদী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, জেডি ভান্সের সঙ্গে করমর্দন করছেন মোদী। মার্কিন নির্বাচনে রিপালিকানদের জয়ের জন্যে ভান্সকে অভিনন্দন জানাচ্ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। (আরও পড়ুন: 🧔মহাকুম্ভগামী ট্রেনে উঠতে না পেরে এসি কামরার জানলার কাচ ভাঙলেন বিহারে ভক্তরা)
আরও পড়ুন: ✃১ লাখ কোটি টাকার চুক্তি প্রায় পাকা, ফ্রান্স থেকে ২৬ রাফাল ছাড়াও ভারতে আসবে…
জানা গিয়েছে, প্যারিসে ভান্স এবং মোদীর এই সাক্ষাৎ অনানুষ্ঠানিক ছিল। তবে মার্কিন সফরের আগে এই সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি মার্কিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারত নাকি মার্কিন পণ্যের ওপর ধার্য অতিরিক্ত শুল্ক কমাতে পারে। সরকারি আমলাদের উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। গত সপ্তাহ থেকেই এই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধ এড়াতে এই পদক্ষেপ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক তিন সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইলেকট্রনিক, সার্জিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম এবং কিছু রাসায়নিকের মতো অন্তত এক ডজন খাতে শুল্ক ছাড়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। (আরও পড়ুন: 𓂃ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীরা আরও এক সুখবর পেতে পারেন, দাবি রিপোর্টে)
সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, এমন সব পণ্যগুলির ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে যেগুলির জন্য ভারত সাধারণত মার্কিন রফতানির উপর নির্ভর করে। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিশ অ্যান্টেনা ও কাঠের পাল্প। নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তা জানিয়েছেন, এই শুল্ক ছাড় ভারতের অভ্যন্তরীণ উৎপাদন পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। (আরও পড়ুন: ﷽লাগবে AI যুদ্ধ? OpenAI-এর নিয়ন্ত্রণ পেতে ৯৭.৪ বিলিয়ন ডলার দর হাঁকলেন ইলন মাস্করা)
🌼এক আধিকারিকের মতে, প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের উদ্দেশ্য হল, বাণিজ্য যুদ্ধ এড়ানো। এদিকে বিদেশ মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভারতের শুল্ক কমানোর বিষয়ে বিবেচনা করার দাবির বিষয়ে কোনও আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। এরই মাঝে এই প্রতিবেদনে বলা হয়েছে, মোদী ও ট্রাম্পের মধ্যকার বৈঠকে মূলত বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তি নিয়ে আলোচনা হবে। তবে শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা সম্ভবত পরে অনুষ্ঠিত হবে।
🗹উল্লেখ্য, এর আগে ভারতের শুল্ক নীতি নিয়ে বারবার সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক অতীতে সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'আমরা এতটা বোকা দেশ নই যে এত বাজে করব। ভারতের দিকে দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার খুব ভালো বন্ধু। তবে তারা কী করে দেখুন। মোটোরসাইকেলের ওপরে ১০০ শতাংশ শুল্ক বসিয়েছে। আমরা তাদের পণ্যের ওপর কোনও শুল্ক ধার্য করি না। যখন হারলে ভারতে বাইক পাঠায়, তখন সেগুলির ওপরে ১০০ শতাংশ শুল্ক ধার্য করা হয়। আর ভারত যখন এত এত বাইক পাঠায় এখানে, তখন আমরা কোনও শুল্ক ধার্য করি না। আমি তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছিলাম, এটা ঠিক হচ্ছে না। আমার একটা ফোনেই হারলের শুল্ক হার ৫০ শতাংশ কাটছাঁট করা হয়েছিল। তবে আমি বলেছিলাম, এটা এখনও গ্রহণযোগ্য নয়। এটা ৫০ শতাংশ বনাম শূন্য। তারা বলে যে এটা নিয়ে তারা কাজ করছে।' উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।