🧸 আজ উদ্বোধন করা হল দেশের নতুন সংসদ ভবনের। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'মন কি বাত' অনুষ্ঠানের ১০১তম পর্বে বক্তব্য পেশ করেন। আর সব ক্ষেত্রেই আজ উঠে এসেছেন সাভরকর। কারণ আজ তাঁর জন্মবার্ষিকী। এই আবহে সংসদে সাভারকরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন বিজেপি নেতারা। অপরদিকে মন কি বাতেও সাভরকর বন্দনায় মাতেন মোদী। তিনি বলেন, 'বীর সাভারকরের মনে দাসত্বের মানসিকতা ছিল না। তিনি ছিলেন নির্ভীক।' পাশাপাশি মোদী দাবি করেন, স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতেও আত্মত্যাগ করেছিলেন সাভারকর।
🔥সাভারকর প্রসঙ্গে আজ মোদী বলেন, 'বীর সাভারকরের ত্যাগ, সাহস এবং সঙ্কল্পের কথা চিরকাল আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। বীর সাভারকর যেখানে সাজা কাটিছিলেন, সেখানে আমি গিয়েছে। আমি যেদিন প্রথম আন্দামানের ওই কুঠুরিতে ঢুকেছিলাম, সেই দিনটির কথা কখনও ভুলতে পারব না। সাভারকর একজন দৃঢ় ব্যক্তিত্ব ছিলেন।' এরপর মোদী আরও বলেন, 'বীর সাভারকরের মনে দাসত্বের মানসিকতা ছিল না। তিনি ছিলেন নির্ভীক। দাসত্বের অভ্যাস মেনে নিতে পারতেন না। শুধু স্বাধীনতা সংগ্রামই নয়, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতেও তিনি আত্মত্যাগ করেছিলেন। তাঁর সেই আত্মত্যাগ আজও স্মরণীয়।'
🥂উল্লেখ্য, আজকে সাভারকরের জন্মদিনে কেন সংসদ ভবনের উদ্বোধন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। যেখানে রাহুল গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতারা ক্রমাগত সাভারকরকে আক্রমণ শানিয়ে যান, সেখানে ডানপন্থী বিজেপি সাভারকরকে সর্বোচ্চ আসনে বসিয়ে রাখে। ব্রিটিশকে লেখা সাভারকরের ক্ষমাপ্রার্থনা চিঠি নিয়ে যেখানে কংগ্রেস সাভারকরকে কটাক্ষ করে, সেখানে আন্দামানে সাভারকরের জেল যাত্রাকে বড় করে দেখানোর চেষ্টা করে বিজেপি। এই আবহে আজ নয়া সংসদ ভবনে সাভারকরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডারা। তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রহ্লাদ জোশী, হরদীপ সিংহ পুরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনুরাগ ঠাকুর, অশ্বিনী বৈষ্ণবরাও সাভারকরের ছবিতে ফুল নিবেদন করেন।