ঈদ উল-আদহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈদে রাজ্যবাসীকে বিশেষ শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।শনিবার সকালে টুইটারে নিজস্ব হ্যান্ডেলে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঈদ মুবারক! ঈদ আল-আদহার শুভেচ্ছা। এই দিনে যেন আমরা সুবিবেচক, সংঘবদ্ধ ও সামগ্রিক এক সমাজ গড়ে তোলার অনুপ্রেরণা লাভ করি। সৌভ্রাতৃত্ব ও সহমর্মী মনোভাব আরও বৃদ্ধি পাক।’ শুক্রবার সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন রাষ্ট্রপতি রাম নাথ। করোনা সংকটের মাঝে উৎসব পালনের সময় সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য বিধি মেনে চলার আবেদন জানান। তিনি বলেন, ঈদ উল-আদাহ সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব। সেই সঙ্গে পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সবার মঙ্গলের জন্য প্রয়াসের কথাও বলেন রাষ্ট্রপতি কোবিন্দ। উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে করোনা আবহে বাড়িতে থেকেই উৎসব পালনের আর্জি জানিয়েছেন। তিনি বলেন, ঈশ্বরের প্রতি নিঃশর্ত সমর্পণই ঈদের মূল ভাবধারা। ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।