মঙ্গলবার এক অনুষ্ঠানে আরবি ভাষায় বেশ কয়েকটি বাক্য বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবুধাবিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আরবি ভাষায় কথা বলতে শোনা যায় মোদীকে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা তুলে ধরতেই আরবি ভাষায় কথা বলেন মোদী। আবুধাবিতে ‘আহলান মোদী’ অনুষ্ঠানে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন ভাষায় উচ্চারিত বেশ কিছু শব্দের সঙ্গে আরবি ভাষার যোগসূত্র রয়েছে। (আরও পড়ুন: ♎পেটিএম-এ কী করা যাবে আর কী করা যাবে না? NPCI-এর সাথে আলোচনায় RBI)
আরও পড়ুন: ꦜএবার মলদ্বীপ থেকে বের করে দেওয়া হল ৪৩ ভারতীয়কে, দ্বীপ ছাড়া ৮৩ বাংলাদেশিও
উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদী দু'দিনের সরকারি সফরে গতকাল সংযুক্ত আরব আমিরশাহি গিয়েছেন। সেখানে তিনি আবুধাবির প্রথম হিন্দু মন্দির 'বিএপিএস (বোচাসানওয়াসি অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) মন্দির'-এর উদ্বোধন করতে চলেছেন। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহীতে এটি মোদীর সপ্তম সফর। (আরও পড়ুন: 💞'আমাকে দলে নিতে চাইবে বিজেপি', বিস্ফোরক প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র)
আরও পড়ুন: 🌞১৭তম লোকসভায় অবাক করা নজির ৯ সাংসদের, সানি দেওলকে ছুঁলেন দিব্যেন্দু অধিকারী!
এদিকে মঙ্গলবার আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী মোদী। 'আহলান মোদী' নামক সেই অনুষ্ঠানেই আরবি ভাষায় বেশ কিছু কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। আরবি ভাষায় মোদী বলেন, 'ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি, দুই দেশের ভবিষ্যতের জন্যে ভালো কাহিনী লিখছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে বন্ধুত্বই আমাদের ভাগ করা সম্পদ। এবং বাস্তবে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য দুর্দান্ত সূচনা করছি।' পরে তিনি বলেন, 'আমার আরবি উচ্চারণে কোনও ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা করে দেবেন।' (আরও পড়ুন: ꦇভারত মহাসাগরে নজর দিল্লির, মলদ্বীপের খুব কাছেই এবার ২টি নৌঘাঁটি তৈরি করবে নৌসেনা)
আরও পড়ুন: 🐽নেই 'সংখ্যা', তাও ওড়িশা থেকে অশ্বিনী বৈষ্ণবকে রাজ্যসভার প্রার্থী করল BJP
♕এদিকে মোদী গতকাল বলেন, 'ভারতের বেশ কিছু ভাষার অনেক শব্দের সঙ্গে আরবি ভাষার যোগ রয়েছে। এই যোগ কীভাবে তৈরি হল? এই শব্দগুলি মধ্যপ্রাচ্য থেকেই ভারতে গিয়েছে। আমাদের এই দুই দেশের সম্পর্ক কয়েকশো বছর, কয়েক হাজার বছরের।' মোদী আরও বলেন, 'আমাদের দুই দেশের সম্পর্ক সব ক্ষেত্রেই আরও শক্তিশালী হয়ে উঠছে। আমাদের সম্পর্ক নয়া উচ্চতায় গিয়ে পৌঁছচ্ছে। ভারত এই সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। আমাদের সম্পর্কের ভিত প্রতিভা, সংস্কৃতি।'
🍸এরপর মোদী সংযুক্ত আরব আমিরশাহিতে তাঁর প্রথম সফরের স্মৃতিচারণা করেন। বলেন, '২০১৫ সালে আমি প্রথমবার আসি এই দেশে। তখন আমি কেন্দ্রীয় সরকারে নতুন। আমার আগে বিগত তিন দশকে ভারতের কোনও প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহিতে আসেননি। আর আমার সময়কালে গত ১০ বছরে এই নিয়ে সপ্তম সফর করলাম আমি। দুই দেশের সম্পর্ক যে এত পোক্ত হয়েছে, তার জন্য এখানে বসবাসরত প্রতিটি ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই।'