হিন্দুস্তান অ্য়ারোনটিক্স লিমিটেডের নাম করে মিথ্যে কথা রটিয়েছিলেন বিরোধীরা। এই অভিযোগ তুলে সোমবার বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। HAL-এর সবথেকে বড় হেলিকপ্টার তৈরির ইউনিট হয়েছে কর্ণাটকে। সেটি উদ্বোধনের সময় মোদী তীব্র নিশানা করেন বিরোধীদের। মূলত এই ইউনিটটি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার একটি নজির। এদিকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিরোধী কংগ্রেস রাফায়েল ইস্যুকে সামনে এনে মোদীকে বার বার বিঁধত। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের পদত্যাগ চেয়ে বার বার দাবি তুলতেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই সময় কংগ্রেসের তরফে বলা হত HAL নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে। তারা যুদ্ধ বিমান তৈরি করতে পারবে না। এবার সেই ইস্যুতে কংগ্রেসকে পালটা বিঁধলেন মোদী।মোদী বলেন, কয়েক বছর আগের ঘটনা আমি আপনাদের মনে করিয়ে দিতে চাইছি। এটাই সেই হিন্দুস্তান অ্য়ারোনটিক্স লিমিটেড। এটার নাম করে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার করত। এটাই সেই হাল যার নাম করে মানুষকে উসকানি দেওয়ার জন্য ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা ধরে পার্লামেন্টের কাজে বাধা দেওয়া হয়েছিল। তবে এবার হালের এই নতুন ইউনিট সেই পুরানো মিথ্যের সামনে একটা বড় জবাব। যারা এই মিথ্যে ছড়িয়েছিল তাদের কাছে এবার বড় জবাব। জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মোদী বলেন, একটা মিথ্যে সেটা কতবার বলা হয়েছে, কতজন বলেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। একদিন সত্য এসে সেই মিথ্যের জবাব দেবেই। বাস্তব এবার কথা বলছে। HAL প্রতিরক্ষাক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতার উদাহরণ।এদিকে রাফায়েল চুক্তিকে নিয়ে বিগত দিনে সুর চড়াত কংগ্রেস। কংগ্রেসের রাহুল গান্ধী এনিয়ে বার বার নানা প্রসঙ্গ এনেছেন। ২০১৫ সালের এপ্রিল মাসে ৫৯০০০ কোটি টাকার ডিল হয়েছিল। ৩৬টি রাফায়েল কেনার ব্যাপারে সে দেশের সরকারের সঙ্গে কেন্দ্রের কথা হয়েছিল।মোদী জানিয়েছেন, আধুনিক অ্যাসল্ট রাইফেল থেকে ট্যাঙ্ক, যুদ্ধ বিমান বহনকারী, ফাইটার জেট, হেলিকপ্টার, একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্রসম্ভার এবার দেশিয়ভাবেই তৈরি করা হচ্ছে। HAL'র টুমাকুরুর কারখানাটি প্রায় ৬১৫ একর জায়গা জুড়ে তৈরি হয়েছে। এই কারখানায় প্রাথমিকভাবে লাইট ইউটিলিটি হেলিকপ্টার, লাইট কমব্যাট হেলিকপ্টার তৈরি করা হবে। পরবর্তী সময় এখানে তৈরি হবে ভারতের মাল্টি রোল হেলিকপ্টার। ২০১৬ সালে মোদী এর শিলান্যাস করেছিলেন।২০ বছরে এখানে প্রায় ১০০০ এর বেশি হেলিকপ্টার তৈরির টার্গেট নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক একথা আগেই জানিয়েছিল।