গত ১১ অক্টোবর দিল্লিতে মহিলা গবেষককে গণধর্ষণের ঘটনায় তিন জনকে গ্রেফতা🌳র করেছে পুলিশ। এখনও পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহিলা। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই গণধর্ষণের ঘটনায় ধৃতরা তিনজন ক𝔉েউ একে অপরকে চিনত না। অভিযুক্ত তিনজনের মধ্যে একজন ছিল ভিখারি, সে আবার প্রতিবন্ধী এবং অন্যজন কাগজ কুড়িয়ে বেড়ায়। এদের নাম হল যথাক্রমে মহম্মদ শামসুল ওরফে রাজু ও প্রমোদ কুমার ওরফে বাবু। আর শেষে মহিলাকে ধর্ষণ করে অটো চালক প্রভু মাহাতো।
আরও পড়ুন: মহিলাকে ধর্ষণ করে ফ♒েলে দেওয়া হল রাস্তায়, ভয়ไঙ্কর অভিযোগ রাজধানী দিল্লিতে
দিল্লি পুলিশের ডিসিপি (দক্ষিণ-পূর্ব) রবি কুমার সিং জানান, অভিযুক্ত তিনজন কেউ একে অপরকে চিনত না। তবে এদের মধ্যে রাজু এবং বাবু দুজনেই ম🌳দ্যপ অবস্থায় ছিল। তারা মহিলাকে একা পেয়ে সহজ লক্ষ্যবস্তু ভেবে ধর্ষণের চক্রান্ত করেছিল। তারা দুজনে তাকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে মারধর করে এরপর ধর্ষ꧋ণ করে বলে অভিযোগ। আর এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল অটো চালক। সে ঘটনার প্রতিবাদ না করে বা পুলিশকে না জানিয়ে মহিলাকে অটোতে তুলে ধর্ষণ করে।এরপর তাকে সরাই কালে খানে নামিয়ে দেয়।
সি๊সিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে পুলিশ। প্রথমে অটো চালককে গ্রেফতার করꦫা হয়। পরে বাকি দুজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সময় অভিযুক্তরা যে পোশাক পরেছিল সেগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।