মাঝ আকাশে বিমানের মধ্যে অভব্য আচরণ করার অভিযোগ এ🍸ক যাত্রীকে আটক করল পুলিশ। পাটনার বিমানবন্দর থেকে ওই যাত্রীকে আটক করা হয়েছে। তবে জানা গিয়েছে, ওই যাত্রী বিশেষভাবে সক্ষম। শনিবার ইন্ডিগো বিমানে কর൲ে হায়দরাবাদ থেকে পাটনা যাওয়ার সময় ওই যাত্রী বিমানের মধ্যে অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই যাত্রার নাম কামার রিয়াজ।
আরও পড়ুন: টেক অফের তিন মিনিট পরেই ইঞ্জিনে বিকট শব্দ! পাটনায় জরুরী 🤪অবতরণ ইন্ডিগোর বিমানের
ইন্ডিগোর বিম🅘ানে করে পাটনা পৌঁছেছিলেন ওই যাত্রী। অভিযোগ, বিমান উড়ান শুরু করার পর তিনি বিমানের ক্রু সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকী নিজেকে বিমানের টয়লেটে আটকে রেখেছিলেন। বিমানবন্দর থানার এসএইচও বিনোদ পিটার জানান, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ এবং এখনও চিকিৎসা চলছে। এসএইচও আরও জানিয়েছেন, যাত্রীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ যাত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে, বিমানের মধ্যে থাকা মহিলা যাত্রীদের শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে ওই যাত্রীর বিরুদ্ধে। ক্রু সদস্যরা কোনওভাবে বিষয়༒টি তখন সামাল দেন। পরে পাটনায় পৌঁছার পর স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়।
পুলিশ জানিয়েছে, ওই যাত্রী বিহারের বেত্তিয়ার বাসিন্দা। বিমানবন্দর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনিও মানসিকভাবে অসুস্থ বলে জানতে পারে। পাটনার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই যাত্রী তাঁর পরিবারের সদস্যের সঙ্গে বিমানে করে এসেছিলেন। যাত্রা শুরুর আগেই তাঁরা বিমান কর্মীদের জানিয়ে ছিলেন যে অভিযুক্ত মানসিকভাবে বিপর্যস্ত। পাটনায় তাঁর ꦐচিকিৎসা চলছে। পাটনা বিমানবন্দর থানায় অভিযুক্তের পরিবারের সদস্যরা চিকিৎসা সংক্রান্ত অনেক নথি দেখিয়েছেন যাতে উল্লেখ করা হয়েছে তিনি মানসিক💖ভাবে সুস্থ নন।