অক্টোবর মাসে কেরালায় লাফিয়ে বাড়বে কোভিড সংক্রমণের হার। বিশেষজ্ঞদের সাবধানবাণী উল্লেখ করে রাজ্যবাসীকে সতর্কতায় ঢিলেমি না দেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমে বিজয়ন বলেন, ‘গবেষণায় দেখা গিয়েছে, অক্টোবর মাসে রোগের প্রকোপ আচমকা বাড়তে পারে। বর্তমানে প্রতিদিন রোগীর সংখ্যা হ্রাসে নিশ্চিন্ত হয়ে আমরা যেন সতর্কতায় ঢিলেমি না দিই। পরীক্ষার হার কম থাকার কারণেই রোগীর সংখ্যাধিক্য ধরা পড়ছে না। ওনাম উৎসবের কারণেই এই পরিস্থিতি দেখা দিয়েছে।’মুখ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে কেরালায় পরীক্ষায় পজিটিভ ফলের হার ৮। আমাদের তা কমিয়ে ৫ করতে হবে। মোট পজিটিভ রোগীর মধ্যে চলতি মাসে সন্ধান মিলেছে ৫০ শতাংশের। সংক্রমণ কিছুটা হ্রাস করতে আমরা সক্ষম হয়েছি, কিন্তু বিপদ কাটেনি।’তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্যের ক্রমবর্ধমান কোভিড রোগী বৃদ্ধির হার আপাতত জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। বেশ কিছু কোভিড মৃত্যু সরকারি হিসেবে ধরা হয়নি বলেও অভিযোগ উঠছে। তাঁদের দাবি, রাজ্যে দৈনিক পরীক্ষার সংখ্যা ১০-১৫ হাজারের মধ্যে, যদিও সরকারি হিসেব তা ফুলিয়ে-ফাঁপিয়ে ৫০,০০০ দেখাচ্ছে।কেরালায় নতুন ১,১৫৩ জন কোভিড রোগী খুঁজে পাওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯.৫৬৮। এঁদের মধ্যে সেরে উঠেছেন ৫৭,৭৩২ জন এবং অ্যাক্টিভ রোগী ২১,৫১৬ জন। এ পর্যন্ত কোভিড সংক্রমণে মারা গিয়েছেন মোট ৩১৬ জন।