বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi names old Parliament Building: 'এর মর্যাদা যেন কখনই ক্ষুণ্ণ না হয়', পুরনো সংসদ ভবনের নয়া নাম রাখলেন মোদী
আজ গণেশ চতুর্থীর দিন পুরনো সংসদ ভবন ছেড়ে নয়া সংসদ ভবনে পা রেখেছেন সাংসদরা। এর আগে পুরনো ভবনের সেন্ট্রাল হলে যৌথ অধিবেশন হয়। সেখানে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই পুরনো ভবনের নয়া নাম রাখার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীনিজের ভাষণের শেষ পর্বে বলেন, 'আমার একটি পরামর্শ আছে। এখন আমরা যখন নতুন সংসদে যাচ্ছি, তখন এই পুরনো সংসদ ভবনের মর্যাদা যেন কখনই ক্ষুণ্ণ না হয়। এটাকে শুধু পুরনো সংসদ ভবনের মতো ফেলে রাখা উচিত নয়। তাই, আমি অনুরোধ করছি... আপনারা যদি একমত হন তবে এটিকে 'সংবিধান সদন' নাম দেওয়া হোক।' (আরও পড়ুন: নতুন সংসদ ভবনের নাম থেকেও কি মুছতে চলেছে 'ইন্ডিয়া'? গেজেট বিজ্ঞপ্তিতে 'চমক')