বাংলা নিউজ > ঘরে বাইরে > পাক সেনা প্রধানকে সরিয়ে বাহিনীর অন্দরে বিদ্রোহ ঘটাতে চেয়েছিলেন ‘কাপ্তান’ ইমরান!
আস্থা ভোট এড়িয়ে মুখ রক্ষা হয়েছে। তবে নিজের দলের নেতাদের বিস্ফোরক সব দাবিতে ক্রমেই চাপে পড়ছেন ইমরা খান। আস্থা ভোট এড়িয়ে আগাম নির্বাচন করে সরকারে ফিরতে চাইছেন ইমরান। তবে এ ক্ষেত্রে তাঁর ভাবমূর্তিতে যে কালো দাগের ছিঁটা পড়ছে তা তাঁকে জিততে সাহায্য করবে না। এই পরিস্থিতিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সাংসদ আমির লিয়াকত দাবি করেছেন যে পাক সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়াকে সরাতে চেয়েছিলেন ইমরান খান। এর আগে পিটিআই-⛎এর ফাইন্যান্সিয়ার আলিম খান দাবি করܫেন যে ইমরান খান দুর্নীতির সঙ্গে যুক্ত।