কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার সংসদে পেশ করেন বাজেট ২০২৪-২৫। এই বাজেট ঘিরে কটাক্ষের বাণ ধেয়ে আসে বিরোধীদের পক্ষ থেকে। বিরোধীরা বলছেন,‘এটা কুর্সি বাঁ𓂃চাও’ বাজেট। রাহুল গান্ধী দাবি করেন, এই বাজেট কংগ্রেসের ইস্তেহার থেকে আইডিয়া নিয়ে ‘কপি পেস্ট’ করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট নিয়ে রাহুল ༒গান্ধী কটাক্ষ করে একের পর এক বাক্যে তাঁর প্রতিক্রিয়া পোস্ট করেন। রাহুল গান্ধী দাবি করেন, এই বাজেট ‘কুর্সি বাঁচাও’ বাজেট হয়েছে। মূলত, মোদী সরকার ৩.০ এর গঠনের ক্ষেত্রে অন্ধ্র প্রদেশের আঞ্চলিক দল টিডিপি ও বিহারের জেডিইউ শরিক হিসাবে বড় ভূমিকা পালন করেছে। সেই জায়গা থেকে বাজেটে বিহার ও অন্ধ্র প্রদেশের জন্য মোদী সরকার কী রেখেছে, তা নিয়ে ছিল সকলের নজর। বিহার ও অন্ধ্রের জন্য মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কিছু প্রজেক্ট ও ব্যয় বরাদ্দের ঘোষণা করেন। রাহুল গান্ধী বলছেন, এই🐓 বাজেট 'কুর্সি বাঁচাও' বা গদি বাঁচানোর বাজেট। এছাড়াও তাঁর দাবি, কংগ্রেসের ইস্তেহারের ও আগের বাজেটগুলির ‘কপি পেস্ট’ বলে এই বাজেটকে উল্লেখ করেছেন রাহুল।
( Budget 2024 on Woman: কর্মরত মহিল💞াদের জন্য হস্টেল স্থাপন থেকে নারী দক্ষতা বৃদ্ধিতে ৩ লাখ কোটি বরাদ্দ নির্মলার বাজেটে)