𓆏 শিব মন্দিরের জায়গায় তৈরি হয়েছে আজমীর শরীফ দরগা। এমনই দাবি জানিয়ে আজমীরের একটি আদালতের দারস্ত হয়েছিল হিন্দু সেনা। তাদের বক্তব্য ছিল, দরগায় সমীক্ষা করলেই এই তথ্য বেরিয়ে আসবে। সেই মামলা গ্রহণ করল আদালত। এই সংক্রান্ত মামলায় আদালত আজমীর দরগা কমিটি, কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং এএসআইকে নোটিশ পাঠাল।আদালতের বিচারক মনমোহন চন্দেল এই নোটিশ পাঠিয়েছেন।
আরও পড়ুন: ꦑআজমীর দরগাকে শিব মন্দির ঘোষণার দাবি, মামলা হিন্দু সংগঠনের, প্রতিবাদ মুসলিমদের
হিন্দু সেনা প্রধান বিষ্ণু গুপ্তা বলেন, ‘আদালত আমাদের কাছে জানতে চেয়েছিল কেন আমরা এই মামলা দায়ের করছি। আমরা আদালতকে সবকিছু জানিয়েছি। আমাদের যুক্তির স্বপক্ষে তথ্য দিয়েছি। আমাদের আবেদন শোনার পরে আদালত সন্তুষ্ট হয়ে উভয় পক্ষকে নোটিশ দিয়েছে।’ হিন্দু সেনার পক্ষে আইনজীবী যোগেশ সিরোজা জানান, আজমীর🌊 দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)-কে এই নোটিশ পাঠানো হয়েছে। তাদের প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে।
🐲উল্লেখ্য, বিষ্ণু গুপ্তা দরগাকে ‘সংকট মোচন মহাদেব মন্দির’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। এরজন্য তিনি এএসআইকে দিয়ে দরগার সমীক্ষা করার আবেদন জানিয়েছেন। একইসঙ্গে হিন্দুদের সেখানে উপাসনার অধিকার দেওয়ার আর্জি জানান।
🌌বিষ্ণু বলেন, ‘আমাদের দাবি ছিল আজমীর দরগাকে সংকট মোচন মহাদেব মন্দির হিসাবে ঘোষণা করা হোক। এর সমীক্ষা এএসআইয়ের মাধ্যমে করা উচিত এবং হিন্দুদের সেখানে পুজো করার অধিকার দেওয়া উচিত।’ আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
এদিন,আদালতের এই নির্দেশের পরেই আম আদমি পার্টির (এএপি) সাংসদ সঞ্জয় সিং ১৯৯১ সালের উপাসনালয় আইনের উল্লেখ করে সুপ্রিম কোর্টের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত বলে দাবি করেন। এপ্রসঙ্গে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী𓂃কে তীব্র আক্রমণ করে সঞ্জয় বলেন, এরফলে গোটা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে মন্দিরের নীচে মসজিদ বা মসজিদের নীচে মন্দির ছিল এমন নজির শুরু হয় প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির আমলে।
𝓀দরগার তরফে সৈয়দ সরওয়ার চিশতি হিন্দু সেনার দাবির বিরোধিতা করেছেন। তিনি দরগার জায়গায় একটি শিব মন্দিরের অস্তিত্ব সম্পর্কে হিন্দু পক্ষের যুক্তিগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই ধরনের মামলা করা হয়েছে। মক্কা ও মদিনার পর দরগা মুসলমানদের জন্য সবচেয়ে শ্রদ্ধেয় স্থানগুলির একটি। এই ধরনের কর্মকাণ্ড বিশ্বব্যাপী ভক্তদের অনুভূতিকে গভীরভাবে আঘাত করবে।