সম্প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালার ভাগ্য যেন একেবারে চমকাচ্ছে। দিনকয়েক আগেই তাঁর নয়া উড়ান সংস্থা কেন্দ্রের ছাড়পত্র পেয়েছে। তারইমধ্যে ন'দিনে টাটা মোটরসের শেয়ার থেকে ৬৪০ কোটি টাকা লাভ করলেন ভারতীয় ধনকুব।বুধবার টাটা মোটরসের শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনসিই) সংস্থার প্রতিটি শেয়ারের দাম পড়ছে ৫০২.৯ টাকা। মহাষ্টমীর সকালের দিকে উঠে যায় টাটা মোটরসের শেয়ার। এমনিতেই মাসখানেক ধরে হুড়মুড়িয়ে টাটা মোটরসের শেয়ার উঠছে। গত এক মাসে ৬০ শতাংশ বেড়েছে টাটা মোটরসের শেয়ারের দাম। সেই সংস্থার শেয়ারের উত্থানের ফলে মাত্র ন'টি সেশনে ঝুনঝুনওয়ালার মোট সম্পত্তির পরিমাণ ৬৪০ কোটি টাকা বেড়েছে।কীভাবে বুধবার টাটা মোটরসের শেয়ারের দাম ২০ শতাংশের বেশি উত্থানের সাক্ষী থেকেছে?গত ৩০ সেপ্টেম্বর বাজার বন্ধের সময় টাটা মোটরসের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৩৩.৩৫ টাকা। যা বুধবার বেড়ে ৫০২.৯ টাকায় ঠেকেছে। অর্থাৎ সেই সময়ের মধ্যে প্রতিটি শেয়ারের দাম ১৬৯.৫৫ টাকা বেড়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য, টাটা মোটরসের শেয়ার হোল্ডিংয়ের ধরন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ঝুনঝুনওয়ালার হাতে ছিল ৩,৭৭,৫০,০০০ শেয়ার।