রাম মন্দিরের প্রথম স্বর্ণদ্বার স্থাপিত হয়ে গেল মঙ্গলবার। এই স্বর্ণদ্বারের ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অযোধ্যার মন্দিরে এমনই আরও ১৩টি স্বর্ণদ্বার বসবে আগামী কয়েক দিনের মধ্যে। এদিকে মন্দিরের গর্ভগৃহের স্বর্ণদ্বারও আগামী তিনদিনের মধ্যে বসে যাবে বলে জানা গিয়েছে। স্বর্ণদ্বারের যে ছবিটি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, স্বাগত ভঙ্গিতে দুটি হাতি সোনার দরজার মাঝখানের প্যানেলে আছে। উপরের অংশে একটি প্রাসাদের মতো আকৃতি দেখা যাচ্ছে যেখানে দু'জন হাতজোড় করে দাঁড়িয়ে আছেন। এদিকে, দরজার নীচে চারটি চত্বরে সুন্দর শিল্পকর্ম খোদাই করা আছে। (আরও পড়ুন: ‘রেলে চাকরির বদলে জমি’ মামলায় ধাক্কা খেলেন লালু,ইডির চার্জশিটে ন𝐆াম স্ত্রী-কন্যার)
আরও পড়ুন: শী🍒ঘ্রই ডাক্তারি পড়াশোনার সুযোগ 🌄বাড়বে কয়েকগুণ, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
এদিকে, মন্দির নির্মাণের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা 'শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট' রাত্রিকালে আলোতে সজ্জিত মন্দির নির্মাণের কয়েকটি মুহূর্তের ছবি শেয়ার করেছে সম্꧑প্রতি। রামায়ণের অন্যতম উল্লেখযোগ্য চরিত্র জটায়ুর একটি ভাস্কর্যের ছবি এবং রাতের বেলায় মন্দিরের স্তম্ভ এবং দেয়ালে বিভিন্ন দেবদেবীর চমৎকার মূর্তির ছবিও শেয়ার করেছে মন্দিরের ট্রাস্ট🐻। আগামী ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনের আগে সেখানে জোর কদমে কাজ চলছে।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে নির্মি🐲ত রাম মন্দিরটি তিনতলা বিশিষ্ট ভবন। এর দৈর্ঘ্য ৩৮০ ফুট (পূর্ব-পশ্ඣচিম দিক), প্রস্থ ২৫০ ফুট এবং উচ্চতা ১৬১ ফুট। এতে মোট ৩৯২টি স্তম্ভ ও ৪৪টি দরজা রয়েছে। এতে পাঁচটি মণ্ডপ বা হল রয়েছে। সেগুলি হল - নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা এবং কীর্তন মণ্ডপ। রিপোর্ট অনুযায়ী, রামমন্দিরের এক এবং দো'তলা তৈরি হতে ২০২৪ সালের ডিসেম্বর হতে পারে। এদিকে সম্প্রতি অযোধ্যার রাম মন্দিরে শ্রীরামচন্দ্রের বিগ্রহ চূড়ান্ত হয়। জানা গিয়েছে, শ্রীরামচন্দ্রের বাল্য অবস্থাকে কল্পনা করে এই মূর্তি তৈরি হয়েছে। উল্লেখ্য, যে মূর্তিটি অযোধ্যার রামমন্দিরে বসতে চলেছে, তা নির্মাণ করেছেন কর্ণাটকের বিখ্যাত ভাস্কর্য শিল্পী অরুণ যোগীরাজ।