আজ আর কিছুক্ষণের মধ্যে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে। প্রায় ৫০ মিনিটের অনুষ্ঠান হবে অযোধ্যার রামমন্দিরে। আজ অনুষ্ঠানস্থলে প্রায় ৮ থেকে ১০ হাজার বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আজ বেলা ১২টা ২০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান হবে। তবে বাড়িতে বসেই আজ কোটি কোটি ভারতবাসী এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারবেন। ডিডি ন্যাশনাল থেকে শুরু করে প্রায় সব বেসরকারি খবরের চ্যানেলেই আজ লাইভ সম্প্রচার করা হবে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। এদিকে অনলাইনে এই মুহূর্তের সাক্ষী থাকতে ডিডি ন্যাশনালের ইউটিউব চ্যানেলেও যেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্য়মেও লাইভ সম্প্রচারিত হবে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। (আরও পড়ুন: রামমন্দির অনুষ্ঠানের লাইভ সম্প্রচার নিষি🦂দ𒁃্ধ এই রাজ্যে! দাবি কেন্দ্রীয় মন্ত্রীর) রামমন্দিরের অনুষ্ঠান লাইভ দেখুন নীচে :
আরও পড়ুন: রামমন্দির কমপ্লেক্সে ১টা ন𒈔য়, আছে একাধিক মন্দির! জানুন রামলালার গৃহের খ﷽ুঁটিনাটি
আরও পড়ুন: আজ নয়া বিগ্রহে💧 ‘প্রাণ প্রতিষ্ঠা’, 'পুরনো' রামলালার কী হবে? জানুন প্রতিমা কাহন
এদিকে পিভিআর-আইনক্স সিনেমা হলেও এই প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করা হবে। সিনেমা দেখার মতোই হলে বসে এই অনুষ্ঠান দেখা যাবে। লাইভ স্ক্রিনিংয়ের টিকিটও কাটা যাবে অনলাইনে বা কাউন্টারে গিয়ে। এদিকে প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকরা বিনামূল্যে পপকর্ন পাবেন। ভারতের ৭০-এর বেশি শহরে ১৬০টি হলে সরাসরি সম্প্রচারিত করবে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। স্ক্রিনিং হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। টিকিটের মূল্য মাত্র ১০০ টাকা। এদিকে জেএনইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠানের স্ক্রিনিং হবে। (আরও পড়ুন: 'র𒊎াম𓆏মন্দির উদ্বোধনে শুভেচ্ছা...', বললেন ফিরহাদ, ২২ তারিখ বাংলাতেও থাকবে ছুটি?)
আরও পড়ুন: রামের নামে সাজল অ্যান্টিলিয়াཧ, অকাল দিওয়ালি আম্বানি গৃহে
আরও পড়ুন: রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে 'ছুটি' বাংলাতেও, জেনে নিন ব𒐪িস্তারিত...
এদিকে আজ সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ অযোধ্যার বাল্মীকি বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে রামমন্দিরে পৌঁছবেন তিনি। ১০টা ৫৫ মিনিটে 🔯রামমন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। বেলা ১২টার পরে শুরু হবে উদ্বোধন অনুষ্ঠান। ১১টা থেকে ১২টা পর্যন্ত মোদী রামমন্দিরের ভিতরে ঘুরে দেখবেন। ১২টা ৫ মিনিটে আচার অনুষ্ঠান শুরু হয়ে তা শেষ হবে ১২টা ৫৫ মিনিটে। এই অনুষ্ঠান শেষ হলে রামমন্দিরের কাছেই💎 মোদী একটি জনসভায় ভাষণ রাখবেন। প্রায় দুপুর ২টো পর্যন্ত চলবে সেই জনসভা।