হাসপাতালে ভরতি করা হল রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে। রিপোর্ট অনুযায়ী, আজ সকালে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভরতি করা হয়। আরবিআই জানিয়েছে, শক্তিকান্ত দাস অ্যাসিডিটি অনুভব করেছিলেন। এই আবহে তাঁকে হাসপাতালে ভরতি করা হলেও সেই অর্থে চিন্তার কোনও কারণ নেই। তাঁকে আপাতত হাসাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। (আরও পড়ুন: খতিয়ে দেখা হচ্ছে নথি, আদানি ঘুষ ꦛকাণ্ডে এবার বড় পদক্ষেপের পথে NDA 🎐সরকার?)
আরও পড়ুন: প্রয়াত এসারඣ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শশীকান্ত রুইয়া, জানুন কে ছিলেন এই ধনকুবের♕?
শক্তিকান্ত দাসকে হাসপাতালে ভরতি করার বিষয়ে আরবিআই মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, 'রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শ্রী শক্তিকান্ত দাস অ্যাসিডিটি অনুভব করেছিলেন এবং তাই তাঁকে পর্যবেক্ষণের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভরতি করা হয়েছে। তিনি এখন ভালো আছেন এবং আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।' কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে গভর্নরের শারীরিক অবস্থা স্থিতিশীল। (আরও পড়ুন: 'শুধু আদানি 🍰আদানি...', ঘুষকাণ্ডে সংসদ যেন অচল না হয়, বলছে তৃণম﷽ূল)
আরও পড়ুন: রাজ্য়ের বিশ্ব🌳বিদ্যালয়ের জন্যে ১০০ কোটি দান করতেন আদানি, সেই টাকা 'ব্লক' করলেন CM
আরও পড়ুন: এবার ধেয়ে আসবে ঘূর্ণিঝড় ফেঙ্গল? প্রভাব পড়তে পারে বা🍰ংলার ওপরেও!