আইসিআইসিআই ব্যাঙ্ককে সব মিলিয়ে ১২.২ কোটি টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এককথায় রেকর্ড জরিমানা। মূলত ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছে ওই ব্যাঙ্ক। পাশাপাশি তাদের কত গচ্ছিত সম্পদ রয়েছে তা নিয়ে তারা কিছু জানাতে দেরি করেছে। তার জেরেই এই বিপুল টাকার জরিমানা করা হয়েছে বলে খবর। এদিকে ২০২১ সালের মে মাসে HDFC ব্যাঙ্কের উপর ১০ কোটি টাকা জরিমানা আরোপ করা হয়েছিল। মূলত লোন দেওয়ার ক্ষেত্রে নিয়ম ভেঙেছে ব্যাঙ্ক, সেকারণেই এই জরিমানা আরোপ। তবে এবার তার থেকেও বেশি জরিমানা করা হল আইসিআইসিআই ব্যাঙ্ককে।এমনকী এটাও বলা হচ্ছে যে ২০২৩ আর্থিক বছরে বেসরকারি ব্যাঙ্কগুলির কাছ থেকে যে অর্থ লেভি হিসাবে আদায় করেছে রিজার্ভ ব্যাঙ্ক তার থেকেও এই জরিমানার অঙ্ক কিছুটা বেশি। সব ব্যাঙ্ক মিলিয়ে বেসরকারি ব্যাঙ্কগুলির কাছ থেকে ১২.১৭ কোটি টাকা লেভি হিসাবে আদায় করা হয়েছে।এদিকে আইসিআইসিআই ব্যাঙ্কের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক কী রয়েছে সেটা খতিয়ে দেখছিল আরবিআই। আর তখনই এই অনিয়ম ধরা পড়ে। আরবিআই খোঁজ করতে গিয়ে দেখে তারা এমন লোকজনকে লোন দিয়েছে যেখানে যারা ধার নিয়েছে তাদের যে ডিরেক্টর তারা বোর্ডেই রয়েছেন। আর এটাই আরবিআইয়ের গাইডলাইন ভঙ্গ করার পক্ষে যথেষ্ট। সেই সঙ্গে ব্যাঙ্ক নন ফিনান্সিয়াল প্রোডাক্টও বিক্রি করেছে বলে খবর।সেন্ট্রাল ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্ক এই অনিয়ম নিয়ে তাদের জবাব দিয়েছিল। তবে আরবিআই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিল ব্যাঙ্কের রেগুলেশন অ্য়াক্ট অনুসারে তারা কাজ করেনি।কোটাক মাহিন্দ্রার উপরেও ৪ কোটি টাকা জরিমানা করেছিল আরবিআই। তাদের বিরুদ্ধেও লোন ম্যানেজমেন্ট নিয়ে নানা অভিযোগ রয়েছে। আরবিআই কোটাক ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির নানা দিক খতিয়ে দেখে। এরপর ওই কোটার মাহিন্দ্রার নানা অনিয়মের দিক ধরা পড়ে। এমনকী আরবিআইয়ের নির্দেশ রয়েছে লোন আদায়ের ক্ষেত্রে গ্রাহকদের কাছে সন্ধ্যা ৭টার পর ও সকাল ৭টার আগে যেন ফোন না করা হয়। সেই নিয়মও ভাঙা হয়েছে বলে অভিযোগ।