বিশ্বে যেদিন মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়াল, সেদিন দৈনিক সংক্রমিতের নয়া রেকর্ড তৈরি হল ভারতে। পাশাপাশি ভারতে সুস্থ করোনা রোগীর সংখ্যা ৩০০,০০০ ছাড়িয়ে গেল।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২৮,৮৫৯। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯,৯০৬ জন। যা একদিনে সর্বোচ্চ। দৈনিক মৃতের সংখ্যার অবশ্য খুব একটা হেরফের হয়নি। শনিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জন করোনা রোগীর। ফলে সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,০৯৫। মৃত্যুর নিরিখে বিশ্বে অষ্টম স্থানেই রয়েছে ভারত।সেই সংকটজনক পরিস্থিতির মধ্যেও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওই সময়ে ১৩,৮৩২ জন করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সবমিলিয়ে ভারতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৯,৭১৩। সক্রিয় আক্রান্তের (২০৩,০৫১) সংখ্যা এবং সুস্থ রোগীর সংখ্যার ব্যবধানও এক লাখ ছাড়িয়ে গিয়েছে।এদিকে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের আটটি রাজ্যেই ৮৫.৫ শতাংশ সক্রিয় আক্রান্ত রয়েছেন। সেই রাজ্যগুলি থেকেই ৮৭ শতাংশ মৃত্যুর খবর মিলেছে। রাজ্যগুলি হল - মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, তেলাঙ্গানা, গুজরাত, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।