টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার বেশ জনপ্রিয়। তেমনই একটি স্টকের সুপারিশ করল ব্রোকারেজ সংস্থা ICICI সিকিউরিটিজ। প্রয়াত প্রখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালাও এতে টাকা রেখেছেন। আস🍬ুন, এক নজরে জেনে নেওয়া যাক।
Tata-র এই শেয়ার সবার প্রথম পছন্দ
টাটা কমিউনিকেশনস লিমিটেডের শেয়ারের দিকে নজর রাখুন। এমনটাই বলছেন বাজার বিশেষজ্ঞরা। সংস্থার বাজার মূলধন ৩৭,০৮৫.ꩵ৬৩ কোটি টাকা। আগাম♛িদিনে এই সংস্থার শেয়ার দর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রোকারেজ সংস্থা ICICI সিকিউরিটিজ এই শেয়ারে বাই রেটিং দিয়েছে। তাদের মতে, ১,৩১০-১,৩৩২ টাকার মধ্যে এই শেয়ার কেনা যেতে পারে। ব্রোকারেজ সংস্থা ১,৫৩৫ টাকার টার্গের মূল্য সেট করেছে। স্টপ লস রাখা হয়েছে ১,২১২ টাকায়। আরও পড়ুন: Paytm, Zomato, Nykaa-সহ ১০টি জনপ্রিয় কোম্পানির শেয়ার অর্ধে꧑ক দামে! কেনা ঠিক হবে?
এই শেয়ার নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
ICICI সিকিউরিটিজ জানিয়েছে, 'গত এক সপ্তাহে এই শেয়ার উর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। এটি ভবিষ্যতেও অব্য♉াহত থাকবে বলে আশা করা হচ্ছে। 🧔সংস্থার শেয়ার আগামী কয়েক মাসে ১,৫৩৫ টাকা পর্যন্ত চড়তে পারে। সেক্ষেত্রে স্বল্প থেকে মাঝারি মেয়াদের বিনিয়োগের জন্য এটি একটি ভাল অপশন হতে পারে।
রেখা ঝুনঝুনওয়ালা কত টাকা রেখেছেন?
টাটা কমিউনিকেশনের শেয়ার হোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, রেখা ঝুনঝুনওয়ালা এই শেয়ারে বিনিয়োগ করেছেন। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত ৪৫,৭৫,৬ꦕ৮৭টি শেয়ার রয়েছে তাঁর কাছে।
সেই অনুযায়ী, টাটা কমিউনিকেশনে তাঁর মোট অংশীদারিত্ব ১.৬১%। এক্ষেত্রে উল্লেখ্য, শুক্রবার টাটা কমিউনিকেশনের শেয়ারের দাম ১.১৪% কমে ১,২৯৭.৮০ টাকায় ক্লোজ হয়েছিল। আরও পড﷽়ুন: Rekha Jhunjhunwala Stock: বাজার কাঁপাচ্ছে রাকেশ💃 ঝুনঝুনওয়ালার রেখে যাওয়া এই শেয়ার
চলতি বছর টাটা গ্রুপের এই শেয়ার প্রায় ১০.২১% হ্রাস পেয়েছে। তবে এই সেক্টরে ব্যবসার 🐬উন্নতির সঙ্গে সঙ্গে শেয়ার দর বাড়বে বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই ডিপ-এ থাকা অবস্থা শেয়ারে বিনিয়োগ করার বিষয়ে ভাবছেন অনেকে। আসন্ন ২০২৩-২৪ বাজেটে পরিকাঠামোর দিকে বিশেষভাবে জোর দিতে পারে কেন্দ্র সরকার। আর তার ফলে এই খাতে বেশি করে বরাদ্দ হতে পারে। তার ফলে দেশের নির্মাণ, পরিকাঠামো, ইঞ্জিনিয়ারিং এবং রেল সংক্রান্ত ক্ষেত্রগুলি চাঙ্গা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা।
বিঃ দ্রঃ- শেয়ার বাজার সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ ও আপডেট মাত্র। এগুলি স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ। সম্পাদকীয় বিনিয়োগ সুপারিশ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত দিক অবশ্যই খতিয়ে দেখে সিদ্ধান্ত নিন।