অশান্তির আগুন এখনও নেভেনি বাংলাদেশে? অন্তত সেদেশের জামꦫালপুরের কালীমন্দিরে ভাঙচুরের খবর সেরকমই ই🎶ঙ্গিত দিচ্ছে। ‘দ্য ডেইলিস্টার’ এর খবর অনুযায়ী, জামালপুরের শীর্ষাবাড়ি উপজেলায় এক তাণ্ডব চালানো হয়েছে। সেখানে একাধিক মূর্তি ভাঙচুর করা হয়েছে বলে দাবি রিপোর্টের। এছাড়াও গয়না লুট করা হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
জামালপুরের মহাশ্মশান কালীমন্দিরে তাণ্ডব চালানোর খবর মিলেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে,এক স্থানীয়ের বক্তব্য। সেখানে বলা হয়েছে, সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের তরফে খবর পেয়েই সেখানে পৌঁছꦇায় পুলিশ। ‘দ্য ডেইলিস্টার’এর রিপোর্ট বলছে, সেখানে উপজিলার নির্বাহী অফিসার শরমিল আখতার ঘটনাস্থলে যান পুলিশের সঙ্গে। এদিকে, মন্দিরের ভিতর ৭ টি মূর্তি ভাঙচুর হয়েছে বলে খবর। ঘটনাস্থলে গোয়েন্দাকর্তারাও🎃 গিয়েছিলেন বলে খবর। এমনকি সেনার সদস্যদেরও সেখানে দেখা যায়।
( DM slaps Youth: 'বিহার পাবলিক সার্ভি♈স কমিশন'এর পরীক্ষার্থীকে সপাটে থাপ্পড় DMর! সেন্🎃টারের বাইরে প্রতিবাদ ঘিরে উত্তেজনা)
জামালপুর পুলিশের ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সুপারিন্টেডেন্ট꧂ সোহেল মেহমুদ বলেছেন,' আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, তদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।' এদিকে ম🔯ন্দির কমিটির প্রধান উত্তর কুমার তিওয়ারি বলেন, তাঁরা মন্দিরে ঢুকে পুজোর আগে মূর্তি ভাঙা অবস্থায় দেখেছেন। জামালপুর মহাশ্মশানের কালীমন্দিরে এমন ঘটনা ঘিরে সকলেই স্তম্ভিত। এলাকায় স্বভাবতই চাঞ্চল্য ও আতঙ্কের ছবি দেখা গিয়েছে। উত্তম কুমার তিওয়ারি বলছেন,' দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য একদল দুর্বৃত্ত এ কাজ করে থাকতে পারে।' তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি তৎক্ষণাৎ অভিযুক্তদের ধরপাকড় করার দাবি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।