বিভেদের মাঝে দেখ মিলন মহান। ভারতের অন্তরাত্মার সেই সম্প্রীতির ছবি সামনে এল বিহারে। একটি মুসলিম পরিবার একজন হিন্দু ব্যক্তির শেষকৃ্ত্যের যাবতীয় দায়িত্ব পালন করে কার্যত নজির তৈরি করল। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে মহম্মদ রিজওয়ান খান নামে এক ব্যক্তি রামদেব শাহের দেহ খাটে চাপিয়ে নিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবি 𒊎মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই।
সূত্রের খবর, রামদেব শাহ রিজওয়ানের হোসিয়ারি কারখানায় কাজ করতেন। প্রায় ২৫ বছর ধরে তিনি কাজ করতেন 💮দোকানে। একেবারে পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছিলেন তিনি। এতটাই কাছের হয়ে গিয়েছিল সম্পর্ক। গত সপ্তাহে ৭৫ বছর বয়সে মারা যান রামদেব। এরপর রিজওয়ানের পরিবার হিন্দু রীতি মেনেই রামদেবের দেহ সৎকার করেন।
বহু মুসলিম পরিবার ওই শেষকৃত্যে উপস্থিত ছিলেন। প্রতিবেশী𓆉দের অনেকেই রামদেবের সহজ সরল ব্য়বহারে 🍨মুগ্ধ ছিলেন। তাঁরা বলেন, প্রায় দু দশক আগে ওই বাড়িতে এসেছিলেন রামদেব। সেখানেই তাঁর এতবছর কেটে গিয়েছে। রিজওয়ান বলেন, আমার বাবার ম🌊তো ছিলেন তিনি। ৫০ বছর বয়সে তিনি কাজ খুঁজতে আমার দোকানে এসেছিলেন। আমি তাঁকে বলেছিলাম আপনি ভারী কাজ করতে পারবেন না। এরপর তিনি হিসাবপত্রের কাজ দেখা শুরু করেন। ক্রমে ব🍷য়স বাড়তে থাকে তাঁর। তিনি কাজ ঠিক করে করতে পারতেন না। কিন্তু আমি কোনও দিন তাঁর বেতন বন্ধ করিনি।