হঠাৎ আটলান্টিক মহাসাগরে দুলে উঠল রয়্যাল ক্যারাবিয়ান ক্রুজ শিপ! যাত্রী-আতঙ্কের হাড়হিম করা ফুটেজ প্রকাশ্যে
1 মিনিটে পড়ুন Updated: 13 Nov 2024, 06:10 PM ISTজাহাদের অন্দরে ঠিক কী ঘটেছিল তার রোমহর্ষক ༺কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
জাহাদের অন্দরে ঠিক কী ঘটেছিল তার রোমহর্ষক ༺কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
কার্যত ভয়া⭕বহ পরিস্থিতি! 'রয়্যাল ক্যারাবিয়ান শিপ' যাচ্ছিল বার্সিলোনা থেকে মিয়ামি। আচমকা মাঝ রাস্তায় জাহাজ দুলে উঠল। আর তা হতেই স্বভাবতই আতঙ্কিত হয়ে পড🎃়েন যাত্রীরা। আটলান্টিকের মাঝে আচমকা দুলে ওঠে জাহাজ। একের পর এক জিনিস পড়তে থাকে। অনেকের মনেই তখন টাইটানিকের ভয়াবহ স্মৃতি দোল খেয়ে গিয়েছে হয়তো! বুকের ভিতর ঠান্ডা চোরা স্রোত। এই পরিস্থিতির দৃশ্য ফুটে ওঠে এক ক্যামেরায়। কী দেখা গেল?
ততক্ষণে দুলছে গোটা জাহাজ। কাঁপছে কাচের জিনিসপত্র। ঠুংঠাং করে আওয়াজ হয়ে ঝড়ে পড়ছে একাধিক সামগ্রী। জাহাজের অন্দরে ক্যাসিনোর শেলফ গুলো দুলছে। আর বিপদ কিছুটা আঁচ করেই মানুষ ছুটে চলে যাচ্ছেন ইতিউতি। সকলেই দিগ্বিদিক শূন্য হয়ে দৌড়ে পালাচ্ছেন। হঠাৎ করেই 'রয়্যাল ক্যারাবিয়ান শিপ'-এ হাওয়ার ঝাপটা আসতে থাকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেখা যায়, সামান্য দুলতে শুরু করেছে জাহাজ। হঠাৎ মাঝ সমুদ্রে জাহাজের কাঁপুনি অনেকের অন্দরেই ভয় ধরিয়ে দিয়েছিল। জা🎐হাদের অন্দরে ঠিক কী ঘটেছিল তার রোমহর্ষক কিছু ছবি প্রকাশ্যে এসেছে। গোটা ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। দেখা গিয়েছে, ব🐼ার-এর আশপাশ ঘিরে সব কিছু ধুমধাম করে পড়তে শুরু করেছে।
( Buffalo Anmol goes Viral: ১৫০০🌜 কেজির মোষ ‘অনমোল’ এর দাম বাজারে ২৩ কোটি! কেন জানেন?)
( Shani V🐎akri impact on Rashifal: বক্রী শনির কৃপায় তুঙ্গে থাকবে উন্নতি! কুম্ভ স🍬হ বহু রাশি লাকি)
যে বাতাস তখন ♌সকলে এলোমেলো করেছে মাঝ সমুদ্রে, তার বেগ ঘণ্টায় ৪৬ মাইল থেকে বেড়ে ঘণ্টায় ৮৬ মাইল হয়েছে। জাহাজে থাকা এক যাত্রী বলেন,' আমি মনে করি সেখানে প্রায় পাঁচ মিনিট ছিল যেখানে সবাই ভাবছিল কী ঘটছে, কিন্তু যখনই ক্যাপ্টেন এসে ঘোষণা করলেন যে কী ঘটেছে, (এটি) একধরনের প্রশান্তি দিয়েছে।'ঘটনার পর, যাত্রীদের নিরাপত্তা যাচাইয়ের জন্য তাদের কেবিনে ফিরে যাওয়ার জন্য অনু൩রোধ করা হয়েছিল। সকলে উপস্থিত রয়েছেন কিনা তাও যাচাই করা হয়। এদিকে, রয়্যাল ক্যারিবিয়ান নিশ্চিত করেছে যে একজন যাত্রী আহত হয়েছেন যাতে আরও চিকিৎসার প্রয়োজন হয়। জাহাজটি মেডিকেল অবতরণের জন্য স্পেনের লাস পালমাসে খাণিকক্ষের জন্য থামার কথা।