গোটা শীতকালীন অধিবেশন জুড়ে এবার নানা ইস্য়ুতে তুমুল হই হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল সংসদে। এমনকী অসংসদীয় ব্যবহারের জন্য় ১২জন সাংসদকে সাসপেন্ডও করা হয়।সামগ্রিক পরিস্থিতিকে ঘিরে নানা প্রশ্ন উঠত﷽ে শুরু করেছিল। এদিকে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তার একদিন আগে বুধবার বিরোধীদের বিক্ষোভের জেরে রাজ্যসভার শীতকালীন অধিবেশন অনির্দিষ্টকালীন স্থগিত করার পরে চেয়ারপার্সন বেঙ্কাইয়া নাইডুর মন্তব্য, সম্ভাবনার চেয়েও কম প🐓রিচালিত হল এবারের অধিবেশন। ক্ষমতা অনুসারে কাজ করতে পারেনি। আমি এনিয়ে বিশেষ কিছু বলতে চাই না। আপনারাই ভেবে দেখুন। জানিয়েছেন বেঙ্কাইয়া নাইডু। নির্ধারিত দিনের একদিন আগেই এদিন রাজ্যসভার কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, যা হয়েছে সেটা ভুল হয়েছে এটা যেন সাংসদরা উপলব্ধি করতে পারেন। একটা গঠনমূলক ইতিবাচক পরিবেশে কাজ করুন। দেশের স্বার্থেই এটা করা উচিত বলে জানিয়েছেন বেঙ্কাইয়া নাইডু।
তাঁর আবেদন রাজ্যসভার নিয়মকানুনকে মান্যতা দেওয়া দরকার। পাশাপাশি খ্রীষ্টমাস, মকর সংক্রান্তি সহ আসন্ন বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এদিকে সংবাদ সংস্থ🅷া এএনআই সূত্রে খবর, এবারের শীতকালীন অধিবেশনে নির𝕴্ধারিত ৯৫ ঘণ্টা ৬ মিনিট সময়কালের মধ্যে ৪৫ ঘণ্টা ৩৪ মিনিটের কাজ হয়েছে। ৪৯ ঘণ্টা ৩২ মিনিট শুধু হইহট্টগোল ও স্থগিতপর্বেই চলে গিয়েছে। মোট সময়ের ৫২.০৮ শতাংশ নষ্টই হয়ে গিয়েছে এবারের অধিবেশনে।