১১ শব্দের একটি ইমেল। আর তাতেই শেষ সম্পর্ক। ভাঙল বিয়ে। ধনকুবের রুপার্ট মার্ডক এই অল্প কღথাতেই তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ করেন। এমনই দাবি করছে সূত্র।
জেরি হল তখন তাঁদের অক্সফোর্ডশায়ারের রাজকীয় বাড়িতে রুপার্টের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন। আর সেই সময়েই পান এই ইমেল। আরও পড়ুন: বাবা হওয়ার দায়িত্ব কোনওদিন পালন করেনি, কোন অধিকারে নওয়াজ কাস্টডি চাইছে?: আলিয়া
'জেরি, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, আমি আমাদের বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি,' হবু চতূর্থ স্ত্রীকে൩ কিছুটা এমনই লিখে মেল করেন রুপার্ট মার্ডক।
তিনি আরও বলেন, 'আমাদের নিঃসন্দেহে কিছু ভাল মুহূর্ত কেটেছে। কিন্তু আ👍মার এখনও অনেক কিছু করা বাকি আছে। আমার নিউ ইয়র্কের আইনজীবী 🤪অবিলম্বে আপনার সঙ্গে যোগাযোগ করবেন।'
২০২২ সালের জুনে কোনও আগ♊াম সতর্কতা ছাড়াই রুপার্ট ও হলের বিয়েভেঙে যায়। প্রায় ৬ বছরের বিয়ে এক𝓀 লহমায় শেষ হয়ে যায়।
ছয় বছরের এনগেজমেন্ট ভেঙে দেওয়ার এই ঘটনায় সকলে♊ই চমকে গিয়েছে। ৯২ বছর বয়সী মিডিয়া ধনকুবেরের এই আ😼চরণে চমকে যান সকলে।
প্রাক্তন সুপারমডেল জেরি হলের বন্ধুরা জানিয়েছিলেন, তিনি এই বিচ্ছেদে একেবারে হতবাক হয়ে যান। তিনি জানিয়েছেন, কোনও রকম সমস্যা ছাড়াই তাঁদের দাম্ಌপত্য জীবন চলছিল। রুপার্টের অসুস্থতার সময়ে সময়ে জেরিই তাঁর সেবা-সুশ্রষা করেছিলেন।
সেই চার নম্বর বিয়ে ভাঙার পরপরই ৯২ বছর বয়সে পঞ্চমবার দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়ান তিনি। পুলিশের প্রাক্তন উচ্চপদস্থ কর্মী অ্যান লেসলি স্মিথের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। অতি সম্প্রতি এনগেজমেন্টও হয় তাঁদের। বিয়ের কথাও ঘোষণা করেন। কিন্তু তার কয়েক সপ্তাহের꧙ মধ্যেই সেই সম্পর্ক ভেঙে দেন রুপার্ট মার্ডক। সূত্রের খবর, অ্যান লেসলি স্মিথের খ্রিস্টান ধর্মের প্রতি অতির🐽িক্ত বিশ্বাস মেনে নিতে পারেননি রুপার্ট। সম্ভবত সেই কারণেই ভেঙে যায় এই সম্পর্ক।
মার্কিন মুলুকের ফক্স মিডিয়ার সর্বেসর্বা রুপার্ট মার্ডক। টিভি চ্যানেল, প্রযোজনা, বিজ্ঞাপন, অনলাইন প্রকাশনা ব্যবসা ইত্যাদিতে সাফল্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ব্যক্তি রুপার্ট মার্ডক। তাঁর নেট ওয়ার্থ ১৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। আরও পড়ুন: বাবা মায়ের থেকে আলাদা থাকার জন্য চাপ দেন স্ত্রী, ডিভোর্স নিয়ে বড় রায় আদালতের