গোটা মাসে রাশিয়া থেকে ভারত যতটা তেল কেনে ইউরোপ একদিনে তা কেনে। আমেরিকায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে পশ্চিমা মিডিয়াতে অনেক রিপোর্ট বেরিয়েছে। তবে ভারত প্রথম থেকেই বলে এসেছে, যে দেশ থেকে কম দামে তেল মিলবে ভারত তার থেকেই তেল কিনবে। এমনকি আমেরিকার তরফে রুশ তেল আমদানি নিয়ে ভারতের উপর ‘চাপ’ সৃষ্টি করা হয়েছিল। তবে ভারত নিজেদের অবস্থানে অনড় ছিল। এই আবহে এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে জয়শংকর বলেন, ‘আমি লক্ষ্য করেছি আপনি তেল কেনার কথা উল্লেখ করেছেন। আপনি যদি রাশিয়া থেকে তেল কেনার দিকে তাকিয়ে থাকেন তবে আমি পরামর্শ দেব যে আপনার ইউরোপের উপর মনোযোগ দেওয়া উচিত। আমরা যা তেল কিনি, তা আমাদের শক্তির নিরাপত্তার জন্য প্রয়োজনীয়। কিন্তু আমার মনে হয় যে পরিসংখ্যান দেখলে আপনি দেখতে পারবেন যে, ভারত এক মাসে যা তেল কেনে, ইউরোপ এক বিকেলে তার থেকে বেশি তেল কেনে।’ এদিকে তেল আমদানি প্রসঙ্গে হোয়াইট হাইসের তরফে প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘ভারত এখনও তাদের মোট আমদানির মাত্র ১-২ শতাংশ রাশিয়া থেকে কিনছে। সেখানে তারা আমেরিকা থেকে ১০ শতাংশ তেল কিনছে। ভারত এখনও কোনও নিষেধাজ্ঞা লঙ্ঘন করেনি। মার্কিন প্রেসিডেন্ট ভারতকে জানিয়েছেন যে রাশিয়া থেকে ভারত যদি তেল আমদানি বাড়ায়, তাহলে তা আমাদের স্বার্থের বিরুদ্ধে। তবে ভারতের কি বক্তব্য তা আমি তাদেরকে বলতে দেব।’