শনিবার সকালে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে দিল্লিগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যায়। মীরাটের দৌরালা স্টেশনে এই আগুন লাগে। ট্রেনের ব্রেক জ্যামের কারণে এই দুর্ঘটনা ঘটে💟ছে বলে জানা গিয়ে꧃ছে। আগুনে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে যাত্রীরাই ট্রেনটিকে ধাক্কা দিয়ে বাকি বগিগুলিকে ইঞ্জিন এবং অগ্নিদগ্ধ দু’টি বগি থেকে আলাদা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটি দৌরালা স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই এর ইঞ্জিনে নিচ থেকে আগুন ধরে যায়। ইঞ্জিনের কাছে থাকা কোচের যাত্রীরা পায়ের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে নেমে প্ল্যাটফর্মে দৌড় লাগান। তারা ট্রেনের অন্যান্য যাত্রী ও চালককে সতর্ক করেন। ট্রেনে আগুন লাগার খব🎶র পাওয়া মাত্রই পিছনের বগির যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যান।
অন্যদিকে ইঞ্জিনের আগুন ভয়াবহ আকার ধারণ করে কিছুক্ষণের মধ্যেই। আগুনের লেলিহান শিখা তেজ বাড়িয়ে ছড়িয়ে পড়তে থাকে। আগুন পেছনের কোচে ছড়িয়ে পড়তে থাকে। রেলওয়ে প্রশাসন দমকলকে ডাকে। পরে ইঞ্জিনসহ অগ্নিদগ্ধ দুটি বগিকে বাকি ট্রেনের থেকে আলাদা করা হয়। আগুন এতটাই প্রবল ছিল যে মুহূর𝕴্তের মধ্যে দুটি কাম𒁏রাই পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দমকলের ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এই সময়ে কয়েকজন যাত্রীর সহায়তায় ট্রেনের অন্যান্য বগিগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।