হরিয়ানা নির্বাচনে প্রার্থী হলেন ভার💯তের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দল। বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে হিসার আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সাবিত্রী জিন্দল হলেন কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ নবীন জিন্দলের মা এবং প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ওপি জিন্দলের স্ত্রী। এর আগে ওপি জিন্দল হিসাবের বর্তমান বিধায়ক কমল গুপ্তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন। কিন্তু, তিনি হেরে গিয়েছিলেন।
আরও পড়ুন: হরিয়ানায় প্রার্থী♏ তালিকায় চমক! জেসিকা খুনে দোষী মন𓃲ু শর্মার মাকে টিকিট দিল BJP
ফোবর্স ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, সাবিত্রী জিন্দল হলেন ভারতের সবচেয়ে ধনী মহিলা, যার মোট সম্পত্তির পরিমাণ হল ২৯.১ বিলিয়ন মার্কিন ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.৫ লাখ কোটি টাকা)। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, ‘আমি হিসাব🐷ের উন্নয়ন এবং পরিবর্তনের জন্য সেবা করার অঙ্গীকার করছি। হিসাবের মানুষ আমার পরিবার। ওমপ্রকাশ জিন্দল এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক তৈরি করে গিয়েছিলেন। জিন্দল পরিবার সবসময় হিসারের সেবা করেছে। আমি জনগণের প্রত্যাশা পূরণ করতে এবং তাদের বিশ্বাস বজায় রাখতে নিজেকে নিবেদিত করছি।’ তিনি আরও বলেন, তিনি তাঁর ছেলের জন্য প্রচার করেছেন ঠিকই, কিন্তু বিজেপি সদস্যপথ গ্রহণ করেননি।
উল্লেখ্য, সাবিত্রী জিন্দল এর আগে হিসার আসন থেকে দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০০৫ সালের প্রথমবার তিন🥃ি কংগ্রেসের টিকিটে এই 🥃আসন থেকে জয়ী হয়েছিলেন। পরে ২০০৯ সালে তিনি পুনরায় জয়ী হয়েছিলেন। এছাড়াও, ২০১৩ সালে তিনি মন্ত্রীও হয়েছিলেন। তবে চলতি বছরের লোকসভা ভোটের আগে তিনি কংগ্রেস ছেড়ে দেন। তাঁর ছেলে নবীন জিন্দলও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে এবং কুরুক্ষেত্র আসন থেকে লড়ে সাংসদ নির্বাচিত হন।