৪৪.৫১ কোটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে অভিন্ন সুদের হার চালু করল স্টেট ব্যাঙ্ক। বুধবার ব্যাঙ্কের তরফ থেকে এই কথা জানান হয়েছে। এসবিআই সুদের হার কমানোয় অন্য ব্যাঙ্করা একই পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে। এর আগে ১ লক্ষ টাকা অবধি ব্যাঙ্কে থাকলে ৩.২৫ শতাংশ দিত এসবিআই। তার বেশি অর্থ থাকলে তিন শতাংশ সুদ দেওয়া হত। এবার সবাইকে তিন শতাংশ হারে সুদ দেওয়া হবে। তবে ন্যূনতম ব্যালেন্স রাখার শর্ত উঠিয়ে দিয়েছে ব্যাঙ্ককে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে এই সিদ্ধান্তের ফলে মধ্যবিত্ত ও গরীবদের সুবিধা হবে ও তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। আগে সব অ্যাকাউন্টে Average Monthly Balance (AMB) রাখতে হত। সবার জন্যেই এই শর্ত এবার থেকে উঠে গেল। বর্তমানে তিন হাজার টাকা অবধি ব্যালেন্স রাখতে হয় গ্রাহকদের। সেটি না থাকলে জরিমানা দিতে হত। ২০১২-র পর ২০১৭ সাল থেকে এই নিয়ম পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু বহুক্ষেত্রেই সমালোচিত হওয়ার পর জরিমানা নেওয়ার নিয়ম তুলে দিল এসবিআই।