প্রয়াত হলেন প্রবীন সিপিএম নেতা তথা কেরলের প্রাক্তন হোম মিনিস্টার কোড়িয়েরি বালাকৃষ্ণণ।চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। শꦜনিবার পার্টির তরফে এমনটাই জানানো হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি ছিলেন দলের পলিটব্যুরোর সদস্য। ২০১৫-২০২২ সাল পর্যন্ত তিনি সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলেন।
দল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন। ভিএস অচ্যুতানন্দনের মন্ত্রকে তিনি হোম ও ট্যুরিজম দফতরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০৬-২০১১ সাল পর্যন্ত তিনি এই 💝দায়িত্ব সামলেছেন।
তবে শারীরিক অসুস্থতার জন্য় গত অগস্ট মাসে তিনি রღাজ্য সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
সিপিএমের তরꦍফে টুইট করে জানানো হয়েছে, প্রবীন কমিউনিস্ট নেতা কমরেড কোড়িয়েরি বালাকৃষ্ণণের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। তিনি সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন। কেরল রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক ছিলেন তিনি।
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারামℱ ইয়েচুরি জানিয়েছেন, বালাকৃষ্ণণ সারাজীবন ধরে সামাজিক অবস্থꩲার পরিবর্তনের জন্য কাজ করে গিয়েছেন। চিরবিদায় কমরেড। লিখেছেন ইয়েচুরি।
টুইট করে তিনি জানিয়েছেন, কমরেড বালাকৃষ্ণণের প্রয়াণে শোকস্তব্ধ।ধর্মীয় বেড়া থেকে মুক্তি ও অত্যাচার থেকে সমাজকে মুক্ত করতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেন। কেরলের মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন বালাকৃষ্ণণের মৃত্যুতে শোকজ্ঞাপ🀅ন করেছেন।