মার্কিন করোনা টিকা কোভোভ্যাক্সের উত্পাদন শুরু করল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এমনটাই জানিয়েছেন বিষয়টির সঙ্গে অবহিত কয়েকজন আধিকারিক।মার্কিন বায়োটেকনোলজি সংস্থা নোভাভ্যাক্সের তৈরি করোনা টিকা NVX-CoV2373। ভারতে এই টিকা প্রস্তুতের স্বত্ব পেয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ব্র্যান্ড নেম Covovax (কোভোভ্যাক্স)।বর্তমানে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা 'কোভিশিল্ড' নাম দিয়ে উত্পাদন করছে। এবার কোভোভ্যাক্সেরও উত্পাদন শুরু করে দিল সংস্থা।'কী হারে উত্পাদন হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না। তবে, উত্পাদন এবং পণ্য জোগাড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে কোভিশিল্ডের তুলনায় তা অনেকটাই কম,' জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোনও নোটিশ প্রকাশ করেনি ওষুধের নিয়ামক ন্যাশনাল ড্রাগ কনট্রোলার্স অফিস-ও।গত মাসেই সেরাম ইনস্টিটিউটের কর্তা আদার পুনাওয়ালা শীঘ্রই উত্পাদন শুরুর কথা জানিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কাঁচামাল আমদানির গতি বৃদ্ধি পেলেই তা সম্ভব হবে বলে জানান তিনি।ক্লিনিকাল ট্রায়াল?গত মার্চেই আদার পুনাওয়ালা কোভোভ্যাক্সের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে বলে জানিয়েছিলেন। যদিও এখনও পর্যন্ত ভারতে কোনও ছাড়পত্র পায়নি মার্কিন টিকাটি। সেই ছাড়পত্র মিললেই বাজারে কোভোভ্যাক্স আনা হবে বলে জানিয়েছিলেন আদার পুনাওয়ালা। টিকাটি ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন করোনা আক্রান্ত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশে পৌঁছে যাবে বলে জানান তিনি।